বাংলা হান্ট ডেস্কঃ আগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল! ডিউটির ক্ষেত্রে কোনও প্রকার গাফিলতি বরদাস্ত করা হবে না, স্পষ্ট জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু তাতেও কাজের কাজ কিছু হয়নি! তাই এবার সোজা বেতন বন্ধ করে দিল রাজ্য (Government of West Bengal)। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত ঘিরে জোর শোরগোল পড়ে গিয়েছে।
কাদের বেতন বন্ধ করল রাজ্য (Government of West Bengal)?
সম্প্রতি মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন কাণ্ডের জেরে উত্তাল হয়েছিল বাংলা। প্রসূতি মৃত্যু ও বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ার এই ঘটনায় হাসপাতালের সুপার সহ মোট ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করেছিল রাজ্য। সেই সময়ই ডাক্তারদের ৮ ঘণ্টা ডিউটির কথা স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছিলেন, ডিউটির ক্ষেত্রে কোনও প্রকার গাফিলতি সহ্য করা হবে না।
এরপরেও কাজের কাজ হয়নি! ডিউটিতে গাফিলতির অভিযোগের জেরেই এবার উত্তরবঙ্গ মেডিক্যালের ১৬ জন চিকিৎসকের বেতন বন্ধ করে দেওয়া হল। সম্প্রতি রাজ্য স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ অভিযুক্তের জামিনে ‘না’! নিম্ন আদালতকে বিরাট নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট! কোন মামলায়?
ওই চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ, বেশিরভাগ দিনই হাসপাতালে গরহাজির থেকে বাইরে প্রাইভেট প্র্যাকটিস করতেন। এই নিয়ে আগেই স্বাস্থ্য দফতরের তরফ থেকে তাঁদের শোকজ করা হয়েছিল। সূত্র মারফৎ খবর, সেই শোকজের উত্তর না দেওয়ায় এবার তাঁদের বেতন বন্ধ করার নির্দেশ দেওয়া হল। স্বাস্থ্য ভবন (Swasthya Bhaban) থেকে এই নির্দেশ পৌঁছেছে বলে খবর।
এই বিষয়ে উত্তরবঙ্গ মেডিক্যালের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা বলেন, ডিউটিতে গরহাজিরার জন্য ওই ১৬ জন ডাক্তারের বেতন বন্ধ করার নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। যদিও চিকিৎসকদের একাংশের দাবি, আরজি কর কাণ্ডের সময় রাজ্য সরকারের (Government of West Bengal) বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। সেই জন্যই তাঁদের এই ‘সাজা’ দেওয়া হল। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে চর্চা।