‘৩ দিনের মধ্যে..,’ RG Kar কাণ্ডে এবার বিরাট নির্দেশ দিল আদালত

বাংলা হান্ট ডেস্কঃ গত বছরের ৯ আগস্ট আরজি কর (RG Kar) মেডিকেল কলেজ হাসপাতালে নির্মমভাবে ধর্ষণ-খুন হয়েছিলেন এক তরুণী চিকিৎসক।  সেই আরজি কর কাণ্ডের তদন্তের গতি কতটা এগিয়েছে এবার সিবিআইকে তা জানানোর সময়সীমা বেধে দিল কলকাতার শিয়ালদহ আদালত। তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে জানতে চেয়ে আদালতে আবেদন করেছিলেন নির্যাতিতার পরিবার। সেই শুনানিতেই এবার এমন নির্দেশ দিয়েছে আদালত।

RG Kar কাণ্ডে CBI তদন্তের রিপোর্ট চাইল আদালত

তিলোত্তমার ধর্ষণ হত্যাকান্ডের পর অতিক্রান্ত হয়েছে ৫ মাসের বেশি সময়। আরজি কর (RG Kar) কাণ্ডে দোষী সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গত মাসেই অর্থাৎ ২০ জানুয়ারি আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে কলকাতার শিয়ালদহ আদালত। কিন্তু সিবিআই জানিয়েছিল এখনও তাদের তদন্ত চলছে। পাশাপাশি সঞ্জয়ের এই সাজা ঘোষণা হওয়ার পর সন্তুষ্ট হননি অনেকেই। এরপরেই হাইকোর্টে সঞ্জয়ের ফাঁসির দাবি জানিয়ে আবেদন করেছে সিবিআই।

বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে নির্যাতিতার বাবা-মায়ের আবেদনের শুনানিতে নির্যাতিতার পরিবারের আইনজীবী অমর্ত্য-দে জানিয়েছেন ৯০ দিনের মধ্যে সিবিআই অতিরিক্ত চার্জের পেশ করেনি। পরবর্তী ৯০ দিনের মধ্যে তদন্তের গতিপ্রকৃতি কি রয়েছে নির্যাতিতার পরিবারকে সেটাও জানায়নি সিবিআই। আইনজীবীর এই সাওয়ালের ভিত্তিতেই আদালত সিবিআইকে সোমবারের মধ্যে এই সংক্রান্ত তথ্য পেশ করার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন: গুরুতর গাড়ি দুর্ঘটনার মুখে সৌরভ! এখন কেমন আছেন মহারাজ?

RG Kar

গত বছর আরজি করের (RG Kar) তরুণী চিকিৎসকের মৃত্যুর পর নাম তাঁর নাম পরিচয় প্রকাশ্যে এসেছিল। নির্যাতিতার নাম পরিচয় প্রকাশে আনার অভিযোগ ওঠে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে। এই অভিযোগে  কলকাতা হাইকোর্টে তাঁর বিরুদ্ধে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। সম্প্রতি ওই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির টি এস শিবজ্ঞানম। পরবর্তীতে এই মামলার শুনানি হবে নতুন বেঞ্চে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর