বাংলাহান্ট ডেস্ক : জি বাংলায় শুরু হওয়ার অপেক্ষায় দু দুটি নতুন সিরিয়াল (Serial)। ‘চিরদিনই তুমি যে আমার’ এর প্রোমো সামনে এসেছিল আগেই। এই ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় কামব্যাক করছেন দিতিপ্রিয়া রায় এবং জিতু কামাল। অসমবয়সী প্রেম কাহিনি উঠে আসবে এই ধারাবাহিকে (Serial)। প্রথম বার কোনো বাংলা সিরিয়ালের প্রোমো শুট হয়েছে কাশ্মীরে। শুরুর আগেই বড়সড় চমক দিয়েছে চিরদিনই তুমি যে আমার।
শুরু হচ্ছে নতুন সিরিয়াল (Serial)
তবে আরো একটি ধারাবাহিকের (Serial) প্রোমো সম্প্রতি সামনে এসে চমকে দিয়েছে দর্শকদের। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, শিশুকেন্দ্রিক ধারাবাহিক আসতে চলেছে জি বাংলায়। জল্পনা সত্যি করে কিছুদিন আগেই সামনে আসে ‘দুগ্গামণি ও বাঘ মামা’র প্রোমো। এই ধারাবাহিকের (Serial) মাধ্যমে বেশ অনেকদিন পর সিরিয়ালে কামব্যাক করছেন মানালি মনীষা দে। সঙ্গে মুখ্য চরিত্রে রয়েছেন ছোট্ট রাধিকা কর্মকার।
কখন আসছে নতুন গল্প: সপ্তাহ ঘুরতেই সামনে এল সিরিয়ালের (Serial) সম্প্রচার সময়। আগামী ৩ রা মার্চ থেকে রাত সাড়ে নটার স্লটে সম্প্রচারিত হবে দুগ্গামণি ও বাঘ মামা। বর্তমানে ওই সময়ে দেখা যাচ্ছে ‘মিঠিঝোরা’। ৪৫ মিনিটের সম্প্রচার সময়েও তেমন টিআরপি তুলতে পারছে না সিরিয়ালটি (Serial)। এমতাবস্থায় মিঠিঝোরার শেষের গুঞ্জন উঠেছে তুঙ্গে।
আরো পড়ুন : TRP তলানিতে, কিন্তু অ্যাওয়ার্ড শোতে বিরাট চমক! ঝুলি ভর্তি পুরস্কার জিতে কথা-গীতাকে টেক্কা দিল এই মেগা
গল্প ফুরাবে সিরিয়ালের: এই মুহূর্তে মিঠিঝোরার গল্পের ট্র্যাক দেখে অবশ্য দর্শকরা তেমনি সন্দেহ করছেন। রাই হারিয়ে গেলেও গল্প জমে ওঠার আগেই হাজারো বাধা বিপত্তি সত্ত্বেও এক হয়েছে রাই অনির্বাণ। যেভাবে এবং যে গতিতে গল্প এগোচ্ছে, তাতে মনে করা হচ্ছে, খুব শীঘ্রই শেষ করা হচ্ছে এই ধারাবাহিক (Serial)। তবে অন্যদিকে নিম ফুলের মধু সিরিয়ালটিও শেষ হওয়ার জল্পনা শোনা যাচ্ছে। এমতাবস্থায় মিঠিঝোরার সময় বদলে নিম ফুলের মধুর (Serial) স্লটে দেওয়া হবে কিনা সেই জল্পনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরো পড়ুন : এই ৩ “টোটকা”তেই এক মাস ধরে TRP শীর্ষে! সাফল্যের সিক্রেট ফাঁস করলেন “টপার” মেগার নায়ক
ধীরে ধীরে মিঠিঝোরা গল্পে একঘেয়েমি আসার অভিযোগ জানিয়েছিলেন দর্শকরা। বিশেষ করে রাই চরিত্রটির বারংবার অপমানিত হয়েও অনির্বাণের কাছেই ফিরে যাওয়ার বিষয়টি মানতে পারেননি দর্শকদের অনেকেই। শৌর্যর সঙ্গে রাইয়ের মিল দেখানোর দাবি জানিয়েছিলেন অনেকে। কিন্তু দর্শকদের দাবি মানা হয়নি।