বাংলা হান্ট ডেস্কঃ স্বামীর অত্যাচারের শিকার এদেশের বহু মহিলা। কেউ এর বিরুদ্ধে রুখে দাঁড়ান, কেউ কেউ আবার মুখ বন্ধ রেখেই সবটা সহ্য করেন। এবার স্বামীর বিরুদ্ধে অত্যাচার ও নিষ্ঠুরতার একটি মামলার প্রেক্ষিতেই বড় নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিচারপতি বিক্রম নাথ (Justice Vikram Nath) ও বিচারপতি প্রসন্ন ভারালের ডিভিশন বেঞ্চের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে।
কী বলল সুপ্রিম কোর্ট (Supreme Court)?
সম্প্রতি, স্বামীর বিরুদ্ধে অত্যাচার এবং নিষ্ঠুরতার অভিযোগ তুলে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন একজন মহিলা। সেই মামলায় পণ চাওয়ার কথা উল্লেখ ছিল না। যে কারণে যুবক এবং তাঁর পরিবারের বিরুদ্ধে ৪৯৮এ ধারার অধীন নিষ্ঠুরতার অভিযোগ খারিজ করে দেয় উচ্চ আদালত। এরপর এই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ওই মহিলা।
বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি প্রসন্ন ভারালের (Justice Prasanna Varale) ডিভিশন বেঞ্চে ওই মামলা উঠেছিল। সেই সময়ই ৪৯৮এ ধারার ব্যাখ্যা দেন বিচারপতিরা। তাঁরা বলেন, অত্যাচারের অভিযোগের ক্ষেত্রে পণ নেওয়ার কথা জানানো বাধ্যতামূলক নয়। সেই সঙ্গেই হাইকোর্টের নির্দেশ খারিজ করে দেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত।
আরও পড়ুনঃ হু হু করে বাড়বে সরকারি কর্মীদের বেতন! কবে মিলতে পারে সুখবর? সামনে নয়া আপডেট
বিচারপতি এদিন বলেন, ‘যে কোনও ধরণের নিষ্ঠুরতাই আইপিসির ৪৯৮এ ধারার অধীন শাস্তিযোগ্য অপরাধ’। এদিকে পণ চাওয়ার উল্লেখ না থাকায় অভিযুক্ত যুবক এবং তাঁর পরিবারের বিরুদ্ধে ওই একই ধারায় নিষ্ঠুরতার অভিযোগ খারিজ করে দিয়েছিল অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট (Andhra Pradesh High Court)। এদিন সেই রায় বাতিল করে দেন শীর্ষ আদালতের বিচারপতিরা।
উল্লেখ্য, স্বামী এবং শ্বশুরবাড়ির নির্যাতনের হাত থেকে বিবাহিত মহিলাদের বাঁচানোর স্বার্থে ১৯৮৩ সালে ভারতীয় দণ্ডবিধিতে ৪৯৮এ ধারা যুক্ত হয়। সুপ্রিম কোর্টের (Supreme Court) দুই বিচারপতির বেঞ্চ সংসদের বিবৃতি উদ্ধৃত করে বলেছে, ‘কেবলমাত্র যৌতুকের জেরে কোনও বিবাহিত মহিলার মৃত্যুর ক্ষেত্রে নয়, তাঁদের প্রতি শ্বশুরবাড়ির অত্যাচারের অভিযোগ আইনের অধীন আনতে এই বিধান আনা হয়’।