বাংলা হান্ট ডেস্কঃ গত বছরের আগস্ট মাসে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-হত্যাকান্ড রাজ্য জুড়ে তুলে দিয়েছিল একাধিক প্রশ্ন। যার মধ্যে অন্যতম ছিল সরকারি হাসপাতাল গুলিতে বহিরাগতদের দৌরাত্ম। ডাক্তারি পড়ুয়াদের পাশাপশি বিভিন্ন সংগঠনের তরফের দাবি করা হয়েছিল হাসপাতাল চত্বর ও ক্যাম্পাসের মধ্যে হামেশাই অবাঞ্ছিত বহিরাগতরা প্রবেশ করে। অবিলম্বে তাদের প্রবেশ বন্ধ করার দাবি জানানো হয়েছে বহুবার। এবার এমনই এক উদ্যোগ নিল কলকাতার এনআরএস (NRS Medical) মেডিক্যাল কলেজ।
বহিরাগত দৌরাত্ম রুখতে বড় সিদ্ধান্ত নিল এনআরএস (NRS Medical) মেডিক্যাল
বহিরাগতদের প্রবেশ রুখতে এই মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াদের জন্য বিশেষ আইডেন্টিটি কার্ডের ব্যবস্থা করা হচ্ছে। জানা যাচ্ছে, এই সরকারি মেডিক্যাল (NRS Medical) কলেজের প্রত্যেক ডাক্তারি পড়ুয়াদের জন্য থাকবে কিউ আর কর যুক্ত সচিত্র পরিচয় পত্র। এরফলে আগামী দিনে কলেজ চত্বরে বহিরাগতদের দৌরাত্ম ঠেকানো যাবে বলেই আশাবাদী কলেজ কর্তৃপক্ষ।
জানা যাচ্ছে, অনলাইনের মাধ্যমে এই কিউ আর কার্ড যুক্ত আইডেন্টিটি কার্ড সংগ্রহ করার জন্য পড়ুয়াদের উদ্দেশ্যে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করেছে এনআরএস মেডিক্যাল (NRS Medical) কলেজ। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে স্পষ্ট জানানো হয়েছে আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, পোস্ট ডক্টোরাল, প্যারা মেডিক্যাল সহ সমস্ত বিভাগের পড়ুয়াদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে কিউ আর কোড যুক্ত এই আই কার্ড।
আরও পড়ুন: দেরিতে রেজিস্ট্রেশন! একসাথে বাতিল CU-র ৩০০ জনের পরীক্ষা
কিভাবে কাজ করবে এই আইডেন্টিটি কার্ড?
কর্তৃপক্ষের দাবি কিউআর কোড এর সঙ্গে ডাক্তারি পড়ুয়াদের চোখের লিঙ্ক যুক্ত করা হচ্ছে। ফলে একজনের কার্ড নিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। এনআরএস মেডিক্যাল (NRS Medical) কলেজ কর্তৃপক্ষের এমন ভূমিকার প্রশংসা করেছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট।
আগামী দিনে রাজ্যের অন্যান্য হাসপাতাল গুলিতেও এই পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন তাঁরা। তবে এখন দেখার কর্তৃপক্ষের নতুন পদক্ষেপের ফলে হাসপাতালের ক্যাম্পাস চত্বরে বহিরাগতদের প্রবেশ আদৌ ঠেকানো যায় কিনা।