বাংলাহান্ট ডেস্ক: দেগঙ্গা থানার পুলিশ ডাকাতির একটি বড়সড় ছক ভেস্তে দিল। পুলিশ রবিবার রাতে একটি গাড়ির পেছনে ধাওয়া করে তিন জন দুষ্কৃতী ও অস্ত্র উদ্ধার করে। দেগঙ্গা থানা পুলিশ জানিয়েছেন, ধৃতদের নাম মণিহার মন্ডল,আয়ুব আলি মোল্লা,ও রাজু মন্ডল। এদের মধ্যে একজনের বাড়ি দেগঙ্গা থানা এলাকায় ও একজনের বাড়ি বাদুরিয়ায়।
ধৃতদের আজ বারাসত আদালতে তোলা হয়েছে। পুলিশ জানিয়েছে তারা গোপন সূত্রে খবর পেয়েছিলেন একটি গাড়ি নিয়ে কয়েকজন দুষ্কৃতী দেগঙ্গা থানা এলাকায় ডাকাতি করতে চলেছে। গভীর রাতে দেগঙ্গার আমুলিয়ার কলাপোল এলাকায় পৃথিবা রোডের উপর একটি গাড়ি দেখে পুলিশের সন্দেহ হয়।
তারপরে দেগঙ্গা থানার পুলিশ ওই ম্যাক্স গাড়িটিকে ধাওয়া করেন। দুষ্কৃতীদের ওই গাড়ি পুলিশের গতিবিধি বুঝতে পেরে গতিবেগ বাড়িয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষমেষ পুলিশ তাদের আটক করে। পুলিশ তাদের কাছ থেকে একটি ওয়ান শাটার রিভলবার, একটি কার্তুজ ও শাবলসহ চুরির বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করেন।
দেগঙ্গা থানার পুলিশ জানিয়েছে ওই ধৃত তিনজন ছাড়াও আরো কয়েকজন ওই গাড়ির ভেতর ছিল। পুলিশকে দেখে তারা পালিয়ে যায়। তবে ধৃত ৩ জনকে জেরা করে শীঘ্রই বাকিদের হদিশ মিলবে বলে জানিয়েছে পুলিশ।