বাংলা হান্ট ডেস্কঃ আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। চতুর্থবার ক্ষমতা দখল করতে সংগঠনকে আরও পোক্ত করার লক্ষ্য নিয়েছে তৃণমূল (Trinamool Congress)। ছাব্বিশের ভোটের প্রাক্কালে বৃহস্পতিবার তৃণমূলের রাজ্য সম্মেলন বেশ গুরুত্বপূর্ণ। এই আবহে এবার তাৎপর্যপূর্ণ পোস্ট করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ইতিমধ্যেই তা নিয়ে শুরু হয়েছে চর্চা।
অভিষেকের (Abhishek Banerjee) পোস্টে শোরগোল!
গতকাল রাজ্যের শাসকদলের রাজ্য সম্মেলনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। এরপর কালীঘাটে আলোচনায় বসেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। এবার সেই অভিষেকেরই একটি পোস্ট ঘিরে চর্চা শুরু হয়েছে। নিজের ইনস্টাগ্রামে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। লিখেছেন, ‘যিনি লড়াইয়ের ইচ্ছা রাখবেন, তাঁর প্রথমে কী কী দাম চোকাতে হতে পারে, সেটার হিসেব করে রাখা দরকার’।
কাদের উদ্দেশে এই বার্তা দিয়েছেন অভিষেক (Abhishek Banerjee)? ইতিমধ্যেই মাথাচাড়া দিয়েছে এই প্রশ্ন। দীর্ঘদিন ধরেই তৃণমূলের মধ্যেকার প্রবীণ-নবীন দ্বন্দ্ব নিয়ে চর্চা চলছে। দল আড়াআড়িভাবে বিভক্ত হয়ে যাচ্ছে কিনা এই নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে। তবে একটা সময় অভিষেকপন্থী হিসেবে পরিচিতদের গলাতেও সাম্প্রতিক অতীতে মমতার ‘জয়ধ্বনি’ শোনা গিয়েছে। তাহলে কি তাঁদেরকেই নিশানা করলেন তৃণমূল সেনাপতি? নাকি অভিষেকের টার্গেটে বিরোধীরা? অনেকের মনেই উঁকি দিয়েছে এই প্রশ্ন।
আরও পড়ুনঃ ডাক্তারদের জন্য বড় খবর! এবার প্রাইভেট প্র্যাকটিস নিয়ে বিরাট ঘোষণা মমতার
রাজনৈতিক বিশেষজ্ঞরা আবার বলছেন, যাদের উদ্দেশ্য করেই অভিষেক এই বার্তা দিন না কেন, সেটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আগামী বৃহস্পতিবার তৃণমূলের (TMC) রাজ্য সম্মেলনের আগে তাঁর এই পোস্ট নিয়ে শুরু হয়েছে চর্চা।
এদিকে দু’দিন পর আয়োজিত হতে চলা তৃণমূলের রাজ্য সম্মেলন বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হতে চলা এই সম্মেলনের প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত থাকবেন দলের ব্লক, পঞ্চায়েত, জেলা এবং রাজ্য স্তরের নানান নেতা নেত্রী। এই সম্মেলন থেকেই ছাব্বিশের ভোট নিয়ে মমতা কোনও বার্তা দেন কিনা সেদিকে নজর থাকবে। তবে তার আগে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের (Abhishek Banerjee) পোস্ট নিয়ে শুরু হয়েছে চর্চা। ইঙ্গিতপূর্ণ এই পোস্টের মাধ্যমে কাকে নিশানা করেছেন তৃণমূল সেনাপতি? দেখা দিয়েছে এই প্রশ্ন।