‘ভবিষ্যতে লন্ডনের থেকেও উন্নত হবে কলকাতা’! মেয়র ফিরহাদের দাবিতে তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ ২০১১ সালে রাজ্যে পালাবদল হয়েছিল। বাম শাসনের অবসান ঘটিয়ে মসনদ দখল করেছিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাকে লন্ডন বানানোর দাবি করেন। তৃণমূল আমলে বিগত কয়েক বছরে মহানগরীর বুকে একাধিক উন্নয়ন হয়েছে। রাস্তাঘাটের সৌন্দর্যায়ন থেকে শুরু করে হাইমাস্ট আলো, গঙ্গা আরতি, গাছ লাগানো সহ বহু উদ্যোগ নেওয়া হয়েছে। এই আবহে এবার বড় দাবি করলেন কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ভবিষ্যতে লন্ডনের থেকেও উন্নত হবে কলকাতা, দাবি করেন তিনি।

বিরাট দাবি কেএমসির মেয়র ফিরহাদের (Firhad Hakim)!

মঙ্গলবার কলকাতা পুরসভার বাজেট অধিবেশনের শেষ দিনে মেয়র বলেন, ’২০,০০ আনঅ্যাসেস প্রপার্টিকে অ্যাসেসমেন্টের অধীন আনা হচ্ছে। কলকাতার ভেতর আলাদা কর আরোপ করা হবে না। অ্যাডেড এরিয়ার ক্ষেত্রেও একই কর ব্যবস্থা থাকবে। এতদিন যেখানে নাগরিকদের দু’টি কর দিতে হতো। ইতিমধ্যেই এই নতুন কর ব্যবস্থার প্রস্তাব রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে’।

বিগত কয়েক বছরে কলকাতার (Kolkata) বুকে একাধিক উন্নয়ন হয়েছে। অত্যাধুনিক জলের পাইপ বসানো থেকে বিনোদন পার্ক, বাগান নির্মাণের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী দিনে কলকাতা ঠিক কীভাবে লন্ডনকে ছাপিয়ে যাবে, এদিন তার একটা ধারণা দেন ফিরহাদ।

আরও পড়ুনঃ সাক্ষীর বয়সের কোনও নূন্যতম সীমা নেই! শিশুদের সাক্ষ্য নিয়ে বিরাট পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

মেয়র দাবি করেন, রাস্তা, জল থেকে শুরু করে শহরের পরিকাঠামোর উন্নয়ন হয়েছে। শিক্ষা থেকে শিল্প, কৃষি থেকে স্বাস্থ্য, সবক্ষেত্রে কলকাতা দ্রুতগতিতে এগিয়ে চলছে। আগামী দিনে আরও উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal) কতখানি এগিয়ে এসেছে সেই বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

Firhad Hakim

ফিরহাদের (Firhad Hakim) কথায়, ‘করোনা পরিস্থিতিতে বেসরকারি স্বাস্থ্য পরিষেবা যখন প্রায় অচল হয়ে পড়েছিল, সেই সময় একমাত্র কলকাতা পুরসভা ২৪ ঘণ্টা নাগরিকদের স্বাস্থ্য পরিষেবা দিয়েছিল’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর