বাংলা হান্ট ডেস্কঃ দক্ষিণবঙ্গ থেকে এবারের মতো শীত বিদায় নিয়েছে (South Bengal Weather)। মার্চ থেকেই একটু একটু করে চড়তে শুরু করেছে আবহাওয়ার পারদ। দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় গত কয়েকদিনে ঝড় বৃষ্টিও হয়েছে। এই আবহে বড় আপডেট দিয়ে দিল হাওয়া অফিস। আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়া (Weather Update) কেমন থাকবে তা জানানো হল।
কেমন থাকবে বাংলার আবহাওয়া (South Bengal Weather)?
ফেব্রুয়ারির শেষ অবধি সামান্য একটু শীতের আমেজ থাকলেও মার্চের শুরু থেকে তা কার্যত উধাও! দক্ষিণবঙ্গের পারদ ধীরে ধীরে বেড়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ৩ দিনের মধ্যে সর্বাধিক ও সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ হেরফের হবে না। এরপর আগামী ২ দিনের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ২-৩ ডিগ্রি সেলসিয়াস করে হ্রাস পাবে।
দক্ষিণবঙ্গের (South Bengal Weather) মতো উত্তরের জেলাগুলিতেও আগামী কয়েকদিন সর্বাধিক ও সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না। আগামী ৫ দিন সেখানকার তাপমাত্রা মোটের ওপর একই থাকবে। উত্তর হোক বা দক্ষিণ, সোমবার কোনও বঙ্গেরই তাপমাত্রায় বড় বদল হওয়ার সম্ভাবনা নেই।
আরও পড়ুনঃ ব্রাত্য নন! যাদবপুরের পড়ুয়াকে ‘চাপা’ দেওয়া গাড়ির আসল মালিক কে? জানলে মাথা ঘুরে যাবে!
এদিকে ইতিমধ্যেই উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরের (North Bengal Weather) কোনও জেলাতেই বর্ষণের সম্ভাবনা নেই। প্রায় প্রত্যেকটি জেলাতেই মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে। তবে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি এবং তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস (Rainfall Alert) নেই। হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, কোনও জেলাতেই বর্ষণ হবে না। তবে চলতি মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই শহর কলকাতার সর্বাধিক তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুইছুই হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
অন্যদিকে শহর কলকাতার কথা যদি বলা হয়, মহানগরীর দিনের তাপমাত্রা থাকতে পারে সর্বাধিক ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বাকি কোনও জেলার মতো কলকাতাতেও আপাতত বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর।