বাংলা হান্ট ডেস্কঃ সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকার পদে চাকরি করার জন্য বিএড (B.Ed) কোর্স বাধ্যতামূলক করা হয়েছে অনেকদিন আগেই। কিন্তু ইদানিং রাজ্যে চাকরির অবস্থা খুবই শোচনীয়। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। এই পরিস্থিতিতে বিএড-এর মত দীর্ঘমেয়াদি শিক্ষক প্রশিক্ষণ কোর্সের প্রতি আগ্রহ হারাচ্ছেন অধিকাংশ ছাত্র-ছাত্রী। এই পরিস্থিতিতে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন-এর পক্ষ থেকে নতুন নীতি নির্ধারণ করা হয়েছে। যার ফলে আগামী দিনে বিএড এবং ডিএড-এর মতো কোর্সের ভর্তির ক্ষেত্রে আসতে চলেছে বিরাট পরিবর্তন। একইসাথে এবার বন্ধ হতে চলেছে চার বছর ধরে চলতে থাকা B.El.Ed (প্রাথমিক শিক্ষার ব্যাচেলর) প্রোগ্রাম।
বি. এড (B.Ed) কোর্স নতুন নিয়ম আনছে NCTE
দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রথম চালু হওয়ার ৩ দশক পর এবার ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (NCTE)-এর তরফ থেকে এবার B.El.Ed প্রোগ্রামেরও মেয়াদ কমিয়ে আনা হচ্ছে। যার ফলে এবার থেকে আর চার বছর ধরে এই কোর্স করতে হবে না। NCTE-র তরফ থেকে যে খসড়া রেগুলেশন প্রকাশ করা হয়েছে, সেখানে জানানো হয়েছে B.El.Ed প্রোগ্রামটি আগামী ২০২৬-২৭ অ্যাকাডেমিক সেশন থেকে বন্ধ করে দেওয়া হবে। তাই আগামী দিনে BE প্রোগ্রাম পরিচালনাকারী বিদ্যমান কোনো প্রতিষ্ঠানকে নতুন করেচার বছরের কোর্সে ভর্তির অনুমতি দেওয়া হবে না।
NCTE প্রকাশিত খসড়াতে আরও বলা হয়েছে, ‘যে প্রতিষ্ঠানগুলিকে B.El.Ed প্রোগ্রাম চালু করার জন্য স্বীকৃতি দেওয়া হয়েছে, সেগুলি চালু থাকবে। তবে ২০২৬-২৭ অ্যাকাডেমিক সেশন শুরুর আগে তাদের নতুন ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম (ITEP) চালু করার অঙ্গীকার করতে হবে। জানা যাচ্ছে করবে এই শর্ত সাপেক্ষেই ওই প্রতিষ্ঠানগুলিকে ছাত্রদের নাম নথিভুক্ত করার অনুমোদন দেওয়া হবে।
আরও পড়ুন: বাড়াবাড়ি করবেন না! নবান্ন থেকে কড়া হুঁশিয়ারি মমতার, কী হল হঠাৎ?
নতুন বিজ্ঞপ্তি প্রসঙ্গে এনসিটি চেয়ারম্যান পঙ্কজ আরোরা জানিয়েছেন, এই বছর B.El.Ed প্রোগ্রামে ভর্তির অনুমতি দেওয়া হলেও কিন্তু আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের পর থেকে এই কোর্সে ভর্তির জন্য অনুমোদন দেওয়া হবে না। প্রতিষ্ঠানগুলিকে আইটিপিতে স্থানান্তরিত করার কথা জানিয়ে তিনি বলেছেন ন্যাশনাল এডুকেশন পলিসি (এনইপি) ২০২০-এর পদ্ধতিকে মাথায় রেখে এই নতুন পদ্ধতি চালু করা হচ্ছে। জানা যাচ্ছে, আগামী দিনে পুরনো পদ্ধতির সাথে নতুন পদ্ধতি একসাথে মিলিয়ে দেওয়া হতে পারে।
প্রসঙ্গত আই টি পি একটি চার বছরের কোর্স যা দ্বাদশ শ্রেণীর পর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের পর থেকে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাইলট মোডে চালু করা হয়েছিল। তবে আগামীদিনে এটি আর পাইলট মোড থাকবে না। শিক্ষকদের প্রশিক্ষণের জন্য আগামী দিনে এই কোর্স পাকাপাকিভাবে চালু করা হবে।
পঙ্কজ আরোরা জানিয়েছেন বর্তমানে সারাদেশে প্রায় ৯০ থেকে ৯৫’টি শিক্ষাপ্রতিষ্ঠান B.El.Ed কোর্সে প্রশিক্ষণ দিয়ে থাকে। প্রসঙ্গত নতুন বিজ্ঞপ্তিতে এক বছরের বি.এড (B.Ed) এবং এম.এড কোর্স করার জন্য করার কথাও উল্লেখ করা হয়েছে।