একটানা TRP পতন, দর্শক টানতে এবার যা করল জলসার মেগা… ইতিহাস গড়ল টেলিভিশনে!

বাংলাহান্ট ডেস্ক : টিআরপি তোলার জন্য সবরকম ভাবে চেষ্টা করে চলেছে বিভিন্ন সিরিয়াল (Serial)। এই মুহূর্তে একগুচ্ছ ধারাবাহিক চলছে। আর তাদের মধ্যে চলছে টিআরপির লড়াই। প্রতি সপ্তাহের টিআরপিতে কে এগিয়ে থাকবে, কে পিছিয়ে যাবে তা নিয়েও চলে হাড্ডাহাড্ডি লড়াই। কোন সিরিয়াল (Serial) সবথেকে বড় চমক দিয়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবে তা নিয়েও চলে টক্কর।

সিরিয়ালে (Serial) টুইস্ট নিয়েও চলছে টক্কর

বর্তমানে জি বাংলা এবং স্টার জলসা, এই দুই চ্যানেলের সিরিয়ালগুলির (Serial) মধ্যে চলছে টানটান প্রতিযোগিতা। তবে সাপ্তাহিক টিআরপি তালিকায় দেখলেই বোঝা যাবে জলসার মেগাগুলিকে ছাপিয়ে টিআরপিতে এগিয়ে যাচ্ছে জি বাংলার সিরিয়াল( Serial)। বিগত কয়েক সপ্তাহ ধরে একটানা বাংলা সেরার স্থান দখল করে রয়েছে ‘পরিণীতা’। এই মেগাকে টেক্কা দিতে আসছে জলসার নতুন সিরিয়াল। আর এবার এই চ্যানেলের অপর একটি সিরিয়ালে (Serial) এল বিরাট চমক।

This star jalsha serial did this first in television

শোরগোল ফেলে দিয়েছে এই মেগা: স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’। বরাবর টিআরপি তালিকায় ভালো ফল করেছে সিরিয়ালটি (Serial)। মাঝে কয়েক সপ্তাহ ভালো টিআরপি তুললেও এখন টিআরপি একটু কমেছে। তাই নম্বর বৃদ্ধি করতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে কথা নির্মাতারা। এর মাঝেই এই সিরিয়াল (Serial) নিয়ে এমন একটি খবর সামনে এসেছে যার জেরে কার্যত শোরগোল পড়ে গিয়েছে দর্শক মহলে।

আরো পড়ুন: দর্শকদের দাবিই রাখল জলসা, বছর ঘোরার আগেই নাম কাটা গেল “ফ্লপ” স্লটহারা মেগার

কী চমক আনল সিরিয়াল: আগেই সিরিয়ালে (Serial) দেখা গিয়েছে কথা এভির বিয়ে পর্ব। এবার সেই সংক্রান্ত একটি ভিডিও সামনে এসেছে যা দেখেই হতভম্ব দর্শকরা। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, সিঁদুর দান পর্ব চলছে কথা এভির (Serial)। এদিকে ঠাকুরমশাইকে কুনকে তে সিঁদুর ঢালতে দেখেই অনেকে দাবি করেছেন, ওটা নাকি আসল সিঁদুর। সিরিয়ালে বিয়ের শুটিংয়ের ক্ষেত্রে যে আবির ব্যবহার করা হয় তা কমবেশি সকলেই জানেন। কিন্তু এই ভিডিওটি দেখে অনেকেই দাবি করেছেন, আসল সিঁদুরই ব্যবহার করা হয়েছে কথা সিরিয়ালে।

আরো পড়ুন : দেড় বছর পার করেও তুঙ্গে TRP, একসঙ্গে “মেগা” চমক জি বাংলা-স্টার জলসার দুই সিরিয়ালে!

নেটিজেনদের মধ্যে নানা জন নানা কথা বলছেন, একজন লিখেছেন, এটা আসল সিঁদুর। তাঁর মা এই সিঁদুর পরেন, বাড়িতে ঠাকুরকেও এই সিঁদুর পরানো হয়। আরেকজন লিখেছেন, তিনি প্রথম থেকেই জানতেন, ওটা আসল সিঁদুর ছিল। কোনো আবির নয়। এমনকি অনেকে এও দাবি করেছেন, কথা এভি ওরফে সুস্মিতা সাহেবের বাস্তবেই বিয়ে হয়ে গিয়েছে। যদি বাস্তবিকই এমনটা হয়ে থাকে তাহলে তা যে ছোটপর্দায় প্রথম বার ঘটেছে তাতে সন্দেহ থাকে না।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর