বাংলাহান্ট ডেস্ক : সিরিয়ালে (Serial) টিআরপি আনতে নতুন নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন নির্মাতারা। সাপ্তাহিক টিআরপি তালিকায় জায়গা করে নিতে মুখোমুখি টক্করে শামিল হচ্ছে সিরিয়ালগুলি। সবথেকে বড় চমক দিয়ে কোন সিরিয়াল (Serial) দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে তা নিয়েই চলছে লড়াই।
টিআরপি তালিকা (Serial) নিয়ে চলে টক্কর
প্রত্যেক সপ্তাহে যে টিআরপি তালিকা প্রকাশ্যে আসে তাতে চোখ বোলালেই বোঝা যায় কোন চ্যানেলের ধারাবাহিকের (Serial) পাল্লা ভারী রয়েছে। সেরা দশের পাশাপাশি সেরা পাঁচে কারা কারা রয়েছে তা নিয়েও চলে টক্কর। এই তালিকায় ভালো স্থানে জায়গা ধরে রাখতে টানা প্রতিযোগিতা চলে বিভিন্ন সিরিয়ালগুলির (Serial)।
বড় বদল হচ্ছে চ্যানেলে: জি বাংলা নতুন করে চমক দেখাতে পারে টিআরপি তালিকায়। কারণ পরপর তিনটি নতুন সিরিয়াল (Serial) শুরু হচ্ছে এই চ্যানেলে। তেমনি আবার কিছু ধারাবাহিক বন্ধ হচ্ছে, কোনো কোনো সিরিয়ালের স্লট বদলও হচ্ছে। এর জেরে বড়সড় রদবদল হওয়ার সম্ভাবনা থাকছে টিআরপি তালিকায়। সম্প্রতি এক জনপ্রিয় সিরিয়ালেরও (Serial) স্লট বদল হয়েছে।
আরো পড়ুন : বাংলাদেশের চরম দুর্দশায় কপাল খুলল ভারতের! রয়েছে এই সুবর্ণ সুযোগ
নতুন স্লট পেয়েছে এই সিরিয়াল: টেলিপাড়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, আনন্দী নাকি শেষ হয়ে যাচ্ছে। গল্প জমে ওঠার আগে মাত্র মাসেই সিরিয়াল (Serial) শেষের জল্পনায় মন ভেঙে গিয়েছিল অনেকের। শেষমেষ সামনে এল আনন্দী নিয়ে বড় খবর। অবশেষে সামনে এল আনন্দীর (Serial) স্লট। যেমনটা জল্পনা ছিল সেটাই সত্যি হল। সাড়ে পাঁচটার স্লটে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই সিরিয়ালকে (Serial)। আর নতুন স্লটেই আসতে চলেছে বড় টুইস্ট।
আরো পড়ুন : হারিয়ে গিয়েছিলেন সিরিয়াল থেকে, জলসার নতুন মেগায় ফিরছেন জনপ্রিয় নায়িকা
সিরিয়ালে দেখা যায়, পরীক্ষা দিতে এসেছে আনন্দী। তাকে পরীক্ষার হল পর্যন্ত পৌঁছে দিতে আসে আদিদেব। আনন্দীকে একটি পেন উপহার দেয় সে। কিন্তু পরীক্ষার হলে সেই পেন দিয়ে লিখতে গিয়েই ঘটে যায় অঘটন। সুপায়ন ওই পেনের মধ্যে বোমা ফিট করে রাখে। বিস্ফোরণে গোটা ক্লাসে আগুন ধরে যায়। আদিদেব চোখের সামনে দেখতে পেয়ে আনন্দীকে বাঁচাতে ছুটে আসে। এরপর কী হবে? আনন্দী কি এ যাত্রায় বেঁচে যাবে, নাকি তাকে হারিয়ে ফেলবে আদি? নতুন রূপে আনন্দী ফিরলে নতুন ধাপ শুরু হবে সিরিয়ালের, এই উত্তরের অপেক্ষাতেই রয়েছেন দর্শকরা।