বাংলা হান্ট ডেস্কঃ ভোট পরবর্তী হিংসার জেরে কলকাতায় খুন হয়েছিলেন অভিজিৎ সরকার। ৪ বছর আগে অর্থাৎ ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন ওই খুনের মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টে। এবার ওই মামলায় জামিনে মুক্ত দুই অভিযুক্তকে পুনরায় গ্রেফতার করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে নির্দেশ দিল হাইকোর্ট (Calcutta High Court)।
ভোট পরবর্তী হিংসার মামলায় বিরাট নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)
জানা যাচ্ছে, আগে এই মামলায় নিম্ন আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন দুই অভিযুক্ত। ওই দুই অভিযুক্ত তৃণমূল কর্মী হলেন সঞ্জয় সামন্ত,সমীর সামন্ত। এদিন নিম্ন আদালতের সেই নির্দেশ খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি শুভ্রা ঘোষ।
প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের পর রাজ্যজুড়ে একাধিক হিংসার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় স্বতপ্রণোদিতভাবে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
আরও পড়ুন: লকআপে অকথ্য অত্যাচারের অভিযোগ! মামলা গড়াল হাইকোর্টে
আদালত সূত্রের খবর,নিন্ম আদালতের নির্দেশে গত বছরের ২১ অগস্ট জামিন পেয়েছিলেন দুই অভিযুক্ত। এরপর নিম্ন আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিজিতের পরিবার।
মামলা চলাকালীন মামলাকারী পক্ষের আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় আদালতে জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ৩০২ এর খুনের মামলা থাকা সত্ত্বেও নিম্ন আদালত তাদের জামিন মঞ্জুর করে দিয়েছে। এরপরই এদিন নিম্ন আদালতের ওই নির্দেশ খারিজ করেছেন বিচারপতি শুভ্রা ঘোষ।