বাংলা হান্ট ডেস্কঃ গত বছরের আগস্ট মাসে কলকাতার আরজি কর (RG Kar) মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের সাথে ঘটে যাওয়া মর্মান্তিক খুন ধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছিল সারা বাংলা। মাঝে কেটে গিয়েছে সাত মাসের কিছু বেশি সময়। ইতিমধ্যে এই আরজি কর কাণ্ডে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু এই রায়ে সন্তুষ্ট নন তিলোত্তমার পরিবার।
প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাইলেন আরজি কর (RG Kar) তিলোত্তমার বাবা
শুরু থেকেই তাঁরা দাবি করেছেন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ছাড়াও আরজি কর (RG Kar) কান্ডের সাথে জড়িয়ে রয়েছে আরও অনেকর। ওই সমস্ত অভিযুক্তদের আড়াল করা হচ্ছে বলেই দাবি করে এসেছেন তিলোত্তমার পরিবার। ইতিমধ্যেই মেয়ের বিচার চেয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তিলোত্তমার বাবা-মা। আবার সেই ইচ্ছা প্রকাশ করেই এদিন তিলোত্তমার বাবা বললেন, ‘প্রয়োজনে আরও একবার মেল করব’।
প্রসঙ্গত সম্প্রতি দিল্লিতে সিবিআই দপ্তরে গিয়ে সিবিআই প্রধানের সাথে দেখা করে এসেছিলেন তিলোত্তমার বাবা-মা। সেইসময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন তাঁরা। কিন্তু রাষ্ট্রপতিদেখা করতে পারেননি। জানা যায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়ে মেলও করেছিলেন তাঁরা। সেই মেলের জবাব আসলেও তা খুব একটা ইতিবাচক ছিল না। তাই জবাবে সটান জানানো হয়েছিল ‘সময় নেই’।
আরও পড়ুন: ‘বুদ্ধদেব ভট্টাচার্যের গলা টিপতে গিয়েছিলাম, কারণ মমতাদি..,’ বিরাট কাণ্ড ‘ফাঁস’ করলেন সোনালী গুহ
তারপরেও হাল ছাড়েননি তিলোত্তমার বাবা-মা। তাঁদের কথায়, ‘প্রধানমন্ত্রী যদি কোনও সুব্যবস্থা করতে পারেন, তার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইব। প্রয়োজন হলে আবার মেল করে সাক্ষাতের সময় চাইব।’ এরইমধ্যে শনিবার সন্ধ্যায় তিলোত্তমার সোদপুর নাটাগড়ের বাড়িতে তাঁর পরিবারের সাথে দেখা করতে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।
কংগ্রেস নেতা জানিয়েছেন, ‘রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের কাছে দাবি করছি শহিদ হিসেবে তিলোত্তমার নাম নথিভুক্ত করা হোক। কারণ, কর্মরত অবস্থায় অত্যাচারের শিকার হয়ে তাঁকে মরতে হয়েছিল। তিলোত্তমার নিজে প্রাণ দিয়ে রাজ্য তথা দেশের কত মেয়ের প্রাণ বাঁচিয়ে গেলেন। আমরাও তাঁর পরিবারকে প্রতিবাদী সাহসী সম্মানের একটি স্মারক দিয়েছি।’