বিদেশ মন্ত্রক, জাতীয় এবং রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে জনস্বার্থ মামলা হাইকোর্টে! কেন? তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। আসন্ন নির্বাচনের আগে এবার বিদেশী প্রার্থীদের নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হল  জনস্বার্থ মামলা। প্রসঙ্গত পঞ্চায়েত নির্বাচন হোক কিংবা বিধানসভা নির্বাচন, একাধিকবার বিদেশি নাগরিকদের ‘প্রার্থীপদ’ নিয়ে  বিতর্ক হয়েছে পশ্চিমবঙ্গে। বিভিন্ন সময় হয়েছে রাজনৈতিক টানাপোড়েনও। ভবিষ্যতে বিদেশীরা যাতে কোনভাবে ভোটে প্রার্থী হতে না পারে তা নিশ্চিত করতে এবার কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে বিদেশ মন্ত্রক, জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে।

বিদেশ মন্ত্রক ও কমিশনের বিরুদ্ধে মামলা হাই কোর্টে (Calcutta High Court)

জানা যাচ্ছে, মামলাকারীর নাম মানিক ফকির। পিটিশন দিয়ে তিনি জানিয়েছেন,ভুয়ো ভোটার কার্ড বানিয়েই পশ্চিমবঙ্গের ভোটে দাঁড়াচ্ছেন ‘বিদেশি’ নাগরিকেরা। তাঁর প্রশ্ন বাংলার ভোটে বিদেশি নাগরিকদের কেন বারবার নির্বাচনে লড়াই করার সুযোগ দেওয়া হয়? একইসাথে তিনি আবেদন জানিয়েছেন বিদেশ মন্ত্রক এবং কমিশন নিশ্চিত করুক আগামী বছর রাজ্যের বিধানসভা নির্বাচনে যেন, বিদেশি নাগরিকরা ভোটে লড়তে না পারেন।

মামলার সপক্ষে এদিন বেশ কয়েকটি উদাহরণ দিয়েছেন তিনি। এক্ষেত্রে প্রথমেই লাভলী খাতুনের প্রসঙ্গ টেনে এনেছেন তিনি। তাঁর বক্তব্য,গত পঞ্চায়েত ভোটে  মালদহ, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনায় অন্য দেশের বেশ কয়েক জন ভোটার প্রার্থী হয়েছিলেন। তাঁদের মধ্যে একজন লাভলি খাতুন। ২০২৩ সালের ভোটে তিনি মালদহের হরিশ্চন্দ্রপুরের একটি গ্রাম পঞ্চায়েতে প্রার্থী হয়েছিলেন।ভুয়ো পরিচয় দিয়ে ভোটে জেতার পর পঞ্চায়েত প্রধানও হন তিনি। পরে মনোনয়নপত্রে লাভলীর বাবার নাম নিয়ে বিতর্ক তৈরী হয়।

মামলাকারী দাবি করেছেন, হাই কোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হওয়ার পর জানা যায়, লাভলি খাতুন নাকি এ দেশের নাগরিকই নন। আসলে তিনি বাংলাদেশের নাগরিক। তাঁর আসল নাম নাসিয়া শেখ। ২০১৫ সালের পর ভারতে প্রবেশ করে ভুয়ো ভোটার কার্ড তৈরি করেন তিনি। পরবর্তীতে ২০১৮ সালে ভুয়ো জন্ম শংসাপত্র দেওয়া হয় তাঁকে।

আরও পড়ুন: ‘হ্যাঁ, আমি হুঁশিয়ারি দিয়েছি!’, এবার পাল্টা আসরে বিকাশরঞ্জন

অভিযোগ ওঠে ২০২১ সালের বিধানসভা ভোটে উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী আলোরানি সরকারকে নিয়েও।  জানা যায়, বাংলাদেশের ভোটার তালিকায়  নাম রয়েছে এই আলোরানির। প্রসঙ্গত গত পঞ্চায়েত ভোটে গুসকরা বিধানসভার অন্তর্গত একটি আসনে প্রার্থী হয়েছিলেন দুলাল শীল নামে এক ব্যক্তি। পরে তাঁর স্ত্রী স্বপ্না শীলের বিরুদ্ধে বিদেশি নাগরিকদের আইনে মামলা দায়ের হয়। জানা যায় সেই মামলাতেও হাই কোর্ট (Calcutta High Court) স্বরাষ্ট্র মন্ত্রককে দুলালের যাবতীয় নথি যাচাই করার নির্দেশ দিয়েছিল।

Calcutta High Court big decision about bail case hearing

জানা যাচ্ছে, কলকাতা হাই কোর্টে এই মামলা গৃহীত হয়েছে। আগামী বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুনানির হতে পারে বলে খবর।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর