বাংলাহান্ট ডেস্ক : ভারত-বাংলাদেশ (India-Bangladesh) দ্বিপাক্ষিক সম্পর্ক যখন তলানিতে, তখন অবৈধভাবে সীমান্তে আনাগোনা বেড়ে গিয়েছে অনুপ্রবেশকারীদের। বাংলাদেশের (Bangladesh) অধিকাংশ সীমান্ত এলাকা সংযুক্ত ভারতের (India) মূল ভূখণ্ডের সাথে। এহেন পরিস্থিতিতে সীমান্ত সুরক্ষা রীতিমতো একটা বড় চ্যালেঞ্জ বিএসএফের (BSF) কাছে।
ভারত-বাংলাদেশ (India-Bangladesh) সীমান্তের ঘটনা
গোয়েন্দা সূত্র বলছে, একাধিক জলপথ ব্যবহার করে বাংলাদেশ থেকে বহু অনুপ্রবেশকারী ঢুকে পড়ে ভারতে। সীমান্ত সংলগ্ন জলপথ এলাকার নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি, স্থল সীমান্তেও কড়া নজরদারি চালাচ্ছে সীমান্ত রক্ষা বাহিনী বা বিএসএফ। ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় এবার উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে থাকায় বিএসএফের গুলিতে গুরুতরভাবে জখম হলেন এক ব্যক্তি।
আরও পড়ুন : তদন্তের নামে হেনস্থার অভিযোগ! এবার খোদ পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা! তোলপাড় রাজ্য
উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ (India-Bangladesh) সীমান্তে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামের কালঞ্জি ব্রিজে এদিন বছর ৩৫ এর এক যুবককে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখেন কর্তব্যরত বিএসএফ জওয়ানরা। বিএসএফের তরফে ওই ব্যক্তিকে থামানোর চেষ্টা করা হলেই দৌড় শুরু করেন তিনি।
আরও পড়ুন : মাত্র ৫ টাকায় ভরপেট খাবার! ‘মা ক্যান্টিনে’ রাজ্যের খরচ কত? জানলে ভিরমি খাবেন
জানা গিয়েছে, ৩৫ বছরের শাহাবুদ্দিন বিশ্বাস নামের ওই ব্যক্তিকে প্রথমে বেশ কয়েকবার থামানোর চেষ্টা করেন ১৪৩ নম্বর বিএসএফের জওয়ানরা। বিএসএফের সতর্কবার্তা পাওয়ার পরেও না থামায় ওই ব্যক্তির উদ্দেশ্যে গুলি চালান কর্তব্যরত জওয়ানরা। সেই গুলি এসে লাগে শাহাবুদ্দিন বিশ্বাসের চোখে। এরপর গুরুতর আহত অবস্থায় শাহাবুদ্দিনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শাড়াপুল গ্রামীণ হাসপাতালে।
অবস্থার অবনতি হলে পরবর্তীকালে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় শাহাবুদ্দিনকে। কর্তব্যরত বিএসএফ জওয়ানদের সন্দেহ, গোবিন্দপুর গ্রামের সীমান্ত দিয়ে কোনও কিছু বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। ভারত-বাংলাদেশ উত্তপ্ত পরিস্থিতে এই ধরনের ঘটনা যে সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে সে কথাই মনে করছেন অনেকেই।