হাওড়া হাসপাতালে ধুন্ধুমার কান্ড

 

রাজীব মুখার্জী, হাওড়া

এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি কে সামলাতে হিমশিম খায় পুলিশ ও ডাক্তারেরা। ঘন্টা চারেক তান্ডব চললো হাওড়া জেলা হাসপাতালে ইমারজেন্সির বাইরে।
ঘটনা টির সূত্রপাত আজ সকালে বালি থানার অন্তর্গত ফায়ার ব্রিগেড এর সামনে বেশ কয়েকজন কে কামড় দেয় এক অজ্ঞাত পরিচয় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। বালি থানার পুলিশ সূত্রে খবর ব্যক্তি টির বাড়ি বিহারের সামাস্তিপুর জেলার বাসিন্দা, নাম ললিত কুমার চৌধুরী।

 

তারপরে স্থানীয়দের তৎপরতায় বালি থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসা হয় এবং তার চিকিৎসা করানোর জন্য তাকে গাড়ি থেকে জোড় করে নামাতে গেলে পুলিশের সঙ্গে ওই ব্যক্তির তুমুল ধস্তাধস্তি হয় এবং তার মধ্যে একজন পুলিশকর্মীকে লাঠি দিয়ে মারে এবং এক ব্যক্তিকে হাসপাতালে কামড়ের দেয়।

IMG 20190727 171721

এরপরে তাকে গাড়ি থেকে নামাতে হিমশিম খেতে হয় চিকিৎসক থেকে পুলিশ কর্তাদের। ঘন্টা চারেক এই তান্ডবের জেড়ে স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়ে হাসপাতালের উপস্থিত সাধারণ মানুষ।

সম্পর্কিত খবর