পূর্ব ও পশ্চিম বর্ধমানের নজরদারি আরো জোরালো করতে এবং দুর্নীতি রুখতে প্রশাসনিক বৈঠক

 

সনাতন গরাই,দুর্গাপুর: পূর্ব ও পশ্চিম বর্ধমান ভাগ হওয়ার পর থেকেই প্রশাসনের কাছে বিভিন্ন সম্যসা দেখা দিচ্ছিল।এই সম্যসার জন্য সাধারন মানুষের একটু অসুধিবা হচ্ছিল।এবার সেসব সম্যসা যাতে না হয় এবং কোনো এলাকায় যাতে দুর্নীতি না হয় সেদিকে নজর রেখে মাঝে মাঝে প্রশাসনিক বৈঠক হবে।

 

এইদিনের এই বৈঠকে উচ্চপদস্থ প্রশাসনিক কর্তরা উপস্তিত ছিলেন।পূর্ব পশ্চিম বর্ধমান জেলাশাসক শশাঙ্ক শেঠি জানান দু নম্বর জাতীয় সড়ক সহ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে এইদিন আলোচনা হয়।

IMG 20190730 WA0005

এইদিন আলোচনা সভায় জানানো হয় অবৈধ বালি প্রচার রুখতে পুকুর ভরাট বন্ধ করতে এবং জল চুরি রুখতে করা ব্যাবস্থা গ্রহণ করা হবে।বৈঠক শেষে প্রশাসনিক মহল থেকে জানানো হয় সাংবাদিকরা আগে থেকে কোনো তথ্য পেলে প্রশাসন কে জানালে বেআইনি কাজের দ্রুত দমন হবে।

সম্পর্কিত খবর