কোচবিহার,মুর্শিদাবাত,বসিরহাটে বিশেষ নজর,আটক হয়ছে রোহিঙ্গা,ও মুসলিম অনুপ্রবেশকারিরা

বাংলা হান্ট ডেস্ক ঃ ভারতবর্ষে আর কোন অনুপ্রবেশকারী থাকবে না কঠোরভাবে জবাব দিতে তৈরি হচ্ছে ভারতীয় সৈন্যরা একপ্রকার নিশ্চিত। সূত্র মারফৎ জানা গেচ্ছে ভারতবর্ষের কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তারা বিভিন্ন বর্ডারের নজরদারি বাড়ানো হয়েছে এবং যে সমস্ত ব্যক্তিরা ভারতের রয়েছে অবৈধভাবে তাদেরকে ভারত ছাড়া হতে হবে।

বিশেষ করে তারা বাংলার উপরে তীব্র নজর দিয়েছে, কারণ বাংলা থেকে বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারীরা ভারতবর্ষের ঢুকে তারা বসবাস করছে। ইতিমধ্যে আসাম এনআরসি বিল আনা হয়েছে।BN UW261 MYANMA P 20170829085848

সেই এন আর সি বিল এর বেশ কয়েকজন নাম রয়েছে। বেশ কয়েক হাজার মুসলিমের নাম বাদ গেছে বলে জানা যাচ্ছে। এর ফলে দেশে যেমন সামাজিক সুরক্ষা বাড়বে তেমনি দেশের অর্থনীতিও বাড়বে। সেই পরিপ্রেক্ষিতে এবার আরও কঠোর মনোভাব হতে চলেছে কেন্দ্র সরকার।

 

তারা বাংলার উপর বিশেষ নজর দিয়ে মূলত তিনটি জায়গাকে লক্ষ্যমাত্রা করা হয়েছে বসিরহাট, মুর্শিদাবাদ এবং কোচবিহারের একটি অংশকে লক্ষ্যমাত্রা করেছে। যদি কোন বাংলাদেশী মুসলিম নাগরিক বিনা অনুমতিতে ভারতে ঢোকার চেষ্টা করে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হবে এবং প্রয়োজনে তাদের কঠোর জরিমানা হতে পারে বলে জানা যাচ্ছে।Rohingya Muslim genocide burning face acid massacre Myanmar Burma human rights news 913705

ফলে আগামী দিন যদি বাংলা এনআরসি হয় তাহলে বাংলাদেশ অনুপ্রবেশকারীরা তারা ভারত থেকে চলে যেতে হবে বলে ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন অমিত সাহ, তিনি আরো জানিয়েছেন যদি কোন বাংলাদেশি বসবাসকারী হিন্দু নাগরিক যারা ভারতে আসতে চায়

তাদেরকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে কিন্তু এখন দেখার বিষয় ইতিমধ্যে বিভিন্ন বর্ডারে নাকা চেকিং করা হচ্ছে এবং সমস্ত বাংলাদেশীরা কিভাবে ভারতে আসছে সব তথ্য নেওয়া হয়চ্ছে এবং ভিসার মেয়াদ কমানো হচ্ছে ফলে কোন রকম ভাবে আর মুসলিম অনুপ্রবেশ কারীদের ভারতে বসবাস করা যাবেন না বলে ইতিমধ্যে সর্তক্য জারি করা হয়েছে।RohingyaLead2CROP

গতকাল কোচবিহারের চার-পাঁচবার জনের একটি মুসলিম বাংলাদেশীদের ধরা হয়। সেখানে তারা অবৈধভাবে ঢুকেছে বলে পুলিশ সূত্রে খবর। তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

bsf 650x400 41494386164 এছাড়া যে সমস্ত রোহিঙ্গারা মায়ানমার থেকে বাংলাদেশে ঢুকেছে তাদেরকে কোন রকম ভাবে আর ভারতে জায়গা দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Udayan Biswas

সম্পর্কিত খবর