গোবিন্দ দেবনাথ, আগরতলা, ১ আগস্ট
দেশের উত্তর-পূর্বাঞ্চলকে পিছিয়ে রেখেছিল কংগ্রেস, তাই এই দলকে দায়ী করেছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি শিবরাজ সিং চৌহান৷ তিনি শুধু কংগ্রেসের বিরুদ্ধেই তোপ দাগিয়ে থেমে নেই। প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সমালোচনায় সরব হয়েছেন। চৌহান অভিযোগ করেন, অসম থেকে রাজ্যসভার সাংসদ হিসেবে দশ বছর প্রধানমন্ত্রী ছিলেন ড. মনমোহন সিং৷ অথচ, অসম-সহ উত্তর-পূর্বাঞ্চলের জন্য কখনও ভাবেননি তিনি৷ শিবরাজ সিং চৌহান রাহুল গান্ধীকেও নিশানা করে বলেন, এই অন্যায়ের জন্য সোনিয়া-পুত্র সমানভাবে অভিযুক্ত৷
ত্রিপুরা সফরে এসে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির প্রতি মানুষের আস্থা এ-রাজ্যে আবারও ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে প্রতিফলিত হয়েছে৷ এই সাফল্যের জন্য তিনি বিজেপির রাজ্য কমিটিকে অভিনন্দন জানিয়েছেন৷ তিনি বলেন, প্রথমে বিধানসভা, তার পর লোকসভা এবং এখন ত্রিস্তরীয় পঞ্চায়েতের সাফল্যে থেমে থাকলে চলবে না৷
এ-বিষয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-এর উদ্বৃতি দিয়ে বলেন, সংগঠন মজবুত করার জন্য লাগাতার কাজ করে যেতে হবে ৷ তাই, সারা দেশব্যাপী সদস্য সংগ্রহ অভিযানকে ঘিরে তিনি ত্রিপুরায় এসেছেন। তিনি কংগ্রেসকে নিশানা করে বলেন, অসম থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়ে দশ বছর প্রধানমন্ত্রী ছিলেন ড. মনমোহন সিং৷ অথচ, অসম-সহ উত্তর-পূর্বাঞ্চলের প্রতি কখনও নজর দেননি৷
তাঁর অভিযোগ, ইউপিএ জমানায় এই অঞ্চল উপেক্ষিত রয়ে গিয়েছে৷ কিন্তু, কেন্দ্রে এনডিএ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর উন্নয়নের ছোঁয়া উত্তর-পূর্বাঞ্চলেও লেগেছে৷ এদিন শিবরাজ সিং চৌহান উষ্মা প্রকাশ করে বলেন, উত্তর-পূর্বাঞ্চল পিছিয়ে থাকার জন্য ইউপিএ অপরাধী৷ সেই অন্যায়ে রাহুল গান্ধীও সমানভাবে যুক্ত৷ তবে, এখন উত্তর-পূর্বাঞ্চল সঠিক দিশায় এগিয়ে চলেছে, সন্তোষ প্রকাশ করে বলেন তিনি৷