বৃহস্পতিবার সকালে দিয়া মির্জা এবং সাহিল সাহিল দু’জনই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান যে তাদের এগারো বছরের সম্পর্ক শেষ করছেন।দিয়া ও সাহিল এটাও লিখেছেন, ‘সম্পর্ক শেষ করলেও আমাদের বন্ধুত্ব থাকবে’।
সপ্তাহ দুয়েক আগে স্বামীর জন্মদিনে সাহিল সাংঘার ছবি পোস্ট করে দিয়া মির্জা লিখেছিলেন, ‘প্রেশাস ওয়ান’।
কিন্তু কি কারণে ঘটল এই বিবাহ বিচ্ছেদ তা জানা যায়নি এখনো বিচ্ছেদ তা জানা যায়নি এখনো। বলিউড গুঞ্জন উঠেছিল যে, প্রায় ছমাস ধরে সাহিল ও কণিকা ডেট করছেন। ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’র পরিচালক প্রকাশ কোভেলামুড়ির প্রাক্তন স্ত্রী কণিকা। তার কারণেই নাকি বিচ্ছেদ।
মিস এশিয়া প্যাসিফিক ২০০০ সালেনির্বাচিত হয়ে ভারতীয় শোবিজে পা রাখেন দিয়া মির্জা। পরের বছর ‘রেহনা হ্যায় তেরে দিল ম্যায়’ ছবির মাধ্যমে বলিউড পা রাখেন। তাকে তুমসে নেহি দেখা,দাস, লাগে রাহো মুন্নাভাই, হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড, শুটআউট অ্যাট লোখান্ডেওয়ালা, ক্রেজি ফোর, সাঞ্জু ছবিতে দেখা যায়। ২০১৪ সালে দীর্ঘ দিন প্রেমের পর আভাদি রীতিতে বিয়ে করেন দিয়া ও সাহিল।