সৌতিক চক্রবর্তী,বোলপুর,বীরভূমঃ- বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে মৃত্যু হলো এক কর্মীর। মৃতার নাম গণেশ মণ্ডল (৩২) বাড়ি নদীয়া জেলার কালিনারায়ন পাড়ায়।
ছবিঃ বিক্ষোভ এ সামিল মৃতার সহকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে যে, গত ১৭জুলাই একটি ঠিকাদার সংস্থার অধীনে ৭৬ জন কর্মী বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের ইউনিট রক্ষনা বেক্ষনের কাজের জন্য আসেন। ওই দলেই ছিলেন গনেশ মন্ডল। শনিবার বিকেল পাঁচটা নাগাদ তাপবিদুৎ কেন্দ্রের চার নম্বর ইউনিটের বয়লারে কাজ চলছিলো বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে ।ওই সময় কর্মরত অবস্থায় ছিলেন গণেশ,এমন অবস্থায় তার মাথায় ইকোনোমাইজার কয়েল পরে যায়। এবং তড়িঘড়ি তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।
গণেশের সহকর্মীরা জানান,’দুর্ঘটনার পরেই আধিকারিক দের কাছে থেকে গাড়ি চাওয়া হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু গাড়ি পেতে অনেকটা দেরি হয়ে যাওয়ায় আহতকে হাসপাতালে নিয়ে যেতেও অনেকটা দেরি হয়ে যায়।ফলে চিকিৎসা করতে চিকিৎসকদের অনেকটাই লেট হয়।’
এদিকে রবিবার মৃতের পরিবারকে ক্ষতিপূরন দিতে হবে ও পরিবারকে কাজের দাবীতে তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ বন্ধ করে মৃতার সহকর্মীরা। তাদের সঙ্গে বিক্ষোভে সামিল হন অন্য কর্মীরাও।