রুবির দেহব্যবসা নিয়ে তদন্তের জন্য লালবাজারে সায়ন্তনী

বাংলা হান্ট ডেক্স:পরিচালক সায়ন্তন ঘোষাল ‘যকের ধন’ করে তার আগামী ছবি  ‘লালবাজার  হেডকোয়ার্টার্স’ এর শুটিংএ নেমে পড়েছেন। এই কারণেই সায়ন্তনীকে দেখা গেল লাল বাজার সদর দপ্তরের চত্বরে। এই ওয়েব সিরিজ সিরিজ সায়ন্তনী একজন গ্রামের মেয়ে। শহুরে আদব-কায়দা অভ্যস্ত হবার জন্য এবং অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে তিনি শহরে আসে আশা-আকাঙ্ক্ষা নিয়ে।কিন্তু পরিস্থিতির চাপে পড়েই সে বাধ্য হয় যৌনকর্মী হিসেবে কাজ করতে। সেই কাজে তিনি অজান্তেই জড়িয়ে পড়েন এবং শেষ পর্যন্ত রুবি খুন হয়। সেই খুন ঘিরেই গল্পের কাহিনী। নানা অপরাধমূলক খবর আমরা সংবাদপত্রে পড়ি কিন্তু তার কারণ আমরা জানতে পারি না, এই বিষয়টাকে কেন্দ্র করেই এই সিরিজ হবে।

এই সিরিজটি বাংলা আর হিন্দি এই দুটি ভাষাতেই বানাচ্ছেন পরিচালক।  সায়ন্তনী ছাড়াও এই সিরিজের বিভিন্ন চরিত্রে দেখা যাবে সব্যসাচী চক্রবর্তী, সুব্রত দত্ত, সৌরসেনী মৈত্র, কৌশিক সেন, বিদীপ্তা চক্রবর্তী, গৌরব চক্রবর্তীর মতো অভিনেতাদের।

সম্পর্কিত খবর