আজ বিকেল চারটে নাগাদ জাতির উদ্দেশে বেতার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

 

 

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ হয়। এই নিয়ে  রাজনৈতিক মহলে চলছে নানা তর্ক বিতর্ক। রাজ্যের পরিবর্তে জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে কেন্দ্র শাসিত অঞ্চল তৈরি করার উদ্যোগ সরকারের। এই সম্পর্কে ব্যাখ্যা সহ নিজ মতামত দিতেই আজ জাতির উদ্দেশে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী র ভাষণ দাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।আজ বিকেল চারটে নাগাদ অল ইন্ডিয়া রেডিওতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধনমন্ত্রী।এই ভাষণে ৩৭০ ধারা সম্পর্কে সরকারের দৃষ্টিভঙ্গি সেই সঙ্গে কাশ্মীর নিয়ে সরকারের পরবর্তী পরিকল্পনাও তুলে ধরতে পারেন প্রধানমন্ত্রী।

 

অন্যদিকে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল হওয়ার পর নেতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে পাকিস্থান। ভারতের সঙ্গে যাবতীয় সম্পর্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।এমনকি পাকিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে পাক সরকার। হামলার আশঙ্কায়  ৫ সেপ্টেম্বর পর্যন্ত আংশিক বন্ধ থাকবে পাকিস্তানের আকাশপথ। ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কও ছিন্ন করেছে পাকিস্তান। পাকিস্থানের সাথে ভবিষ্যত সম্পর্ক ভারতের তরফ থেকে কেমন ভাবে এগোবে সেই বিষয়ও দেশবাসীর কৌতুহলের জবাব দিতে পারেন প্রধানমন্ত্রী।

সম্পর্কিত খবর