সন্দেহের ভিত্তিতে স্ত্রীর মুখে অ্যাসিড ছোড়েন স্বামী। অবশেষে গ্রেফতার।

 

 

বাংলা হান্ট ডেস্ক:সন্দেহই যে মানুষের চরম শত্রু তা আরো একবার প্রমাণিত হলো। স্ত্রীর সঙ্গে অন্য পুরুষের সম্পর্কের সন্দেহে স্ত্রীকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে মারার চেষ্টার স্বামী  দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মদারাট এলাকার বাসিন্দা সইদুল গাজি।  বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকায় তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করেছে পুলিস।ঘটনার পর থেকেই পলাতক ছিলেন স্বামী।

 

সূত্রের খবর বিয়ের পর সম্পর্ক ভালো থাকলেও তা ক্রমশ খারাপ হয়। সন্দেহবাতিক স্বামী অন্য কোনো পুরুষের সাথে স্ত্রীর বাক্যালাপ মেনে নিতে পারতেন না। সোমবারও দুজনের মধ্যে অশান্তি চরম পর্যায় যায়। অশান্তি চলাকালীন আচমকাই সইদুল অ্যাসিড নিয়ে এসে স্ত্রী সুচিত্রার মুখে ছুড়ে মারে। ঝলসে যায় সুচিত্রার মুখ ও শরীরের একাংশ। তাঁর আর্তনাদ শুনতে পেয়ে স্থানীয়রা ছুটে এসে তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। সুযোগ বুঝে পালিয়ে যায় অভিযুক্ত স্বামী। বৃহস্পিবার পুলিশ তাকে খুঁজে বের করে গ্রফতার করে।

সম্পর্কিত খবর