বাংলাহান্ট ডেস্ক: আজ সকাল থেকেই মেঘাচ্ছন্ন কলকাতা। এক পশলা বৃষ্টির দেখা মিলেছে কলকাতায়। মাঝেমধ্যে উঁকিঝুঁকি মারার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন সূর্যদেব। আর ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়েছেন মৌসুমী বায়ুর অক্ষরেখা কলকাতা থেকে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম উপকূল পর্যন্ত যথেষ্ট সক্রিয় রয়েছে। আবার বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ।
আবহাওয়া দপ্তর জানিয়েছে এ নিম্নচাপের জেরে মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের জেলা গুলিতে অর্থাৎ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,পুরুলিয়া,ঝাড়গ্রাম বাঁকুড়া থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা।