বাংলা হান্ট ডেস্ক: শোভন চট্টোপাধ্যায় যোগ দিয়েছেন বিজেপিতে। কিন্তু এর আগে শোভনের নারদা কাণ্ডে অভিযুক্ত হওয়ায়, সমস্যার মুখে পড়লেন দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতি জানান, ‘কাউকে আমরা ক্লিনচিট দিচ্ছি না। আদালত দোষী সাব্যস্ত করলেই তিনি দোষী। তখন ব্যবস্থা নেবে দল।’
লোকসভা ভোটের আগেই শোভনের বিজেপিতে আশা নিয়ে রাজনৈতিক মহলে চলছিল গুঞ্জন। নারদা ও সারদা, দুই জালিয়াতি কান্ডেই, মামলায় অভিযুক্ত শোভন চট্টোপাধ্যায়। অন্যদিকে বিজেপি নিজেদের ‘পার্টি উইথ ডিফারেন্স’ বলে দাবি জানায়। তবুও দুর্নীতিতে অভিযুক্ত নেতা-নেত্রীদের দলে টানছেন তারা? সাংবাদিকদের এমন প্রশ্নের সমস্যার মুখে পড়েন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মরিয়া হয়ে চেষ্টা করতে থাকেন, এই চাঞ্চল্যকর পরিস্থিতি ঢাকা দেওয়ার।
বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘পশ্চিম বাংলায় যা রাজনৈতিক পরিস্থিতি, কাটমানি ও দুর্নীতির অভিযোগ রয়েছে বেশিরভাগ লোকের নামেই। সবাই চোর বা দুর্নীতিগ্রস্ত। শোভনকে আমরা ক্লিনচিট দিচ্ছি না। আদালত দোষী সাব্যস্ত করলেই তিনি দোষী। তখন ব্যবস্থা নেবে দল।’
এর পর সাংবাদিকদের পাল্টা প্রশ্ন আসে, ‘কিন্তু নারদা কাণ্ডে শোভন চট্টোপাধ্যায় কে টাকা নিতে দেখা গেছে!, তার ভিডিও ফুটেজ আছে, এ বিষয়ে আপনার কি মতামত!’ উত্তরে দিলীপ বলেন, ‘ছবি সত্য বা মিথ্যা নয়। সারদার টাকা নিয়েছে, অবিশ্বাস করি না। তবে যতদিন না কোড সাড়া দিচ্ছে, ওঁকে দোষী মানছি না।’
অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি আরও বলেন, ‘শোভন কে দলে নিয়ে লাভই হবে আমাদের, ওঁর অনেক অভিজ্ঞতা রয়েছে, যা দলের উন্নতিতে এবং মানুষের উন্নতিতে কাজে লাগানো যাবে।’
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…