বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের ফলাফলে বাংলায় কিছুটা হলেও ভীত নড়ে গিয়েছে তৃণমূল সরকারের। বাংলায় ১৮ আসনে থাবা বসিয়েছে বিজেপি। তাই সামনের ২০২১ এর বিধানসভা ভোটে নিজের জায়গা ফেরাতে মরিয়া মমতার সরকার। ঠিক এ কারণেই দুর্নীতি রুখতে গিয়ে একের পর এক পদক্ষেপ নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি।
আজ হাওড়ায় প্রশাসন বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কাজের মাধ্যমে মানুষকে খুশি করতে হবে। প্রত্যেকটা পুরসভার কাজে অডিট হবে। কাজের গোলমাল দেখলে দরকার হলে ক্রিমিনাল কেস হবে। সরকারের টাকা সরকার বুঝে নেবে। আমি মুখ্যমন্ত্রী মানে আমি যা ইচ্ছা করতে পারি তা নয়। পুর অফিসারেরা মনে করেন, এই টাকা আমার টাকা।
কিন্তু মনে রাখবেন আপনারা নিজেরা কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না। “অর্থাৎ কাটমানির পর যে এবার মুখ্যমন্ত্রীর লক্ষ্য পুরসভা, তা মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির কথাতেই স্পষ্ট।