৬০০ টাকার শাড়ি পড়ে সোশ্যাল মিডিয়া কাপালেন কঙ্গনা!

বাংলা হান্ট ডেস্ক: বলিউড তারকা মানেই চোখে ভেসে ওঠে বিলাসবহুল জীবনযাপনের একটি চিত্র। তবে এবার যেন সে ধারণাটি মিথ্যা প্রমাণ করলেন বলিউডের গ্ল্যামার গার্ল কঙ্গনা রানাওয়াত।

সম্প্রতি বিশেষ এক কাজে জয়পুর ভ্রমণের সময় মুম্বাই বিমানবন্দরে ক্যামেরায় ধরা পড়েন কঙ্গনা। যেখানে তাকে একটি সাধারণ সুতির শাড়ি পরা অবস্থায় দেখা যায়। কঙ্গনার বোন রাঙ্গোলি চান্ডাল তার টুইটারে জানান, মাত্র ৬০০ টাকা দিয়ে কলকাতা থেকে শাড়িটি আনিয়েছেন কঙ্গনা। এতো কম দামে এতো ভালো পোশাক পাওয়া যায় তা দেখে রীতিমতো অবাক তিনি।

তিনি আরো জানান, ‘আমাদের দেশের খেটে খাওয়া মানুষরা কত অসাধারণ কাজ করে যাচ্ছেন অথচ কত সস্তা উপার্জন করছেন। তাই আমাদের উচিত নিজেদের দেশীয় পণ্যের প্রতি আরও বেশি যত্নশীল হওয়া। বিদেশি ব্র্যান্ডের পেছনে না ছুটে দেশি এসব পোশাকে নজর দেয়া উচিত।’

https://twitter.com/Rangoli_A/status/1163002123698622464?s=19

মাত্র ৬০০ টাকার শাড়ি পরেও নিজের স্টাইল ভোলেননি কঙ্গনা। একটি কালো ব্লেজার শাড়ির ওপর চাপিয়ে নিজেকে যেন পুরো দস্তুর ভারতীয় নারীর অবয়বে নিয়ে এলেন তিনি।

উল্লেখ্য, গত ২৬ জুলাই মুক্তি পেয়েছে কঙ্গনা অভিনীত সর্বশেষ ছবি ‘জাজমেন্টাল ক্যায়া হ্যায়’। ছবিটি তেমন সাড়া ফেলতে পারেনি বক্স অফিসে।

সম্পর্কিত খবর