রাজীব মুখার্জী, হাওড়া-আজ রাত বারোটার পর থেকে মেরামতির জন্য তিনদিন যান চলাচল নিয়ন্ত্রন করা হচ্ছে হাওড়ার বঙ্কিম সেতুতে।আজ থেকেই ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু করে দিয়েছেন কে এম ডি এর ইঞ্জিনিয়াররা।চিহ্নিত করা শুরু হয়েছে ক্ষতিগ্রস্ত অংশ।
দু লেনের এই সেতুর একটি লেন বন্ধ থাকবে আগামী ২৩ আগস্ট ভোর থেকে ২৫ আগস্ট রাত বারোটা পর্যন্ত।হাওড়া ময়দান থেকে হাওড়া স্টেশন যাবার লেন বন্ধ করে কাজ করা হবে।ময়দান থেকে অন্য লেন দিয়ে স্টেশন যাওয়া যাবে।সেক্ষেত্রে কলকাতা কিংবা হাওড়া স্টেশন থেকে যে সমস্ত গাড়ি আসবে সেগুলো বঙ্কিম সেতু না ধরে ঘুর পথে গন্তব্যে যাবে।
দক্ষিন হাওড়ার দিকে যেতে গেলে হাওড়া স্টেশনের পাশ দিয়ে ফোরশোর রোড ধরে যেতে হবে।উত্তর হাওড়া যেতে গেলে হাওড়া বাস স্ট্যান্ডের পাশ দিয়ে ডবসন রোড ধরে যেতে হবে।মধ্য হাওড়া যেতে হলে হাওড়া বাস স্ট্যান্ডের পাশ দিয়ে আই সি বোস রোড হয়ে চাঁদমারী ব্রিজ ধরে ফাঁসি তলা মোড় দিয়ে যেতে হবে।
ডি সি ট্রাফিক ওয়াই রঘুবংশী জানান, প্রচুর যান চলাচল করে বঙ্কিম সেতু দিয়ে।একটি লেন বন্ধ করে মেরামতির কাজ হবে।তবে যানজট যাতে না হয় তার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার