চিটফান্ড তদন্তে নয়া মোড়, শিয়ালদা স্টেশন থেকে গ্রেফতার চিটফান্ড কর্তা

 

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার চিটফান্ড তদন্তে নয়া মোড়। গতকাল বিকেলে শিয়ালদা স্টেশন থেকে গ্রেফতার করা হয় পৈলান গ্রুপের অন্যতম ডিরেক্টর বিপিন কুমার সিং কে। সিবিআইয়ের ধারণা,দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন সংস্থার শীর্ষ কর্তা।

 

প্রসঙ্গত, জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার নোটিশ পাঠানো হয়েছিল পৈলান কর্তা বিপিন কুমার সিং কে। কিন্তু তিনি কোনও হাজিরা দেননি সিজিও কম্প্লেক্সে।

IMG 20190824 WA0020 1

জানা গিয়েছে, বেআইনি স্কিম দেখিয়ে বাজার থেকে ৫০০ কোটি টাকার বেশি তুলেছিল এই সংস্থা। বাংলার সমস্ত চিটফান্ড কেলেঙ্কারিকে এক ছাতার তলায় এনে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি ইডি এবং সিবিআই।

সম্পর্কিত খবর