মা তারার ভোগ হবে সোলার সিস্টেমে

 

সৌগত মন্ডল, রামপুরহাট-বীরভূম

(তারাপীঠ-বীরভূম) : দিন দিন অত্যাধুনিক যন্ত্রের দ্বারা প্রায় সবকিছুই সম্ভব হচ্ছে, তেমনি আজ থেকে বীরভূমের তারাপীঠে তারা মায়ের পূজোর ভোগ রান্না হবে সোলার সিস্টেমের দ্বারা।

 

এদিন সারম্বরে সোলার সিস্টেমের উদ্বোধন করলেন পঃ বঃ সরকারের কৃষিমন্ত্রী ও তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ডঃ আশীষ ব্যানার্জী ।

IMG 20190828 WA0040

এছাড়া এদিন উপস্থিত ছিলেন, রামপুরহাটের মহকুমা শাসক শ্বেতা আগরওয়াল , তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সুকুমার মুখ্যার্জী, তারাপীঠ মন্দির কমিটির দুই পদাধিকারি ধ্রুব ব্যানার্জী ও তারাময় মুখ্যার্জী সহ আরো অনেকেই। আশীষ ব্যানার্জী জানান, “এই সোলার সিস্টেমের মাধ্যমে দ্রুত ভোগ রান্না হবে এবং বায়ু দূষণ ও হবে না “।

সম্পর্কিত খবর