ভুল সিদ্ধান্তের জন্য অ্যাশেজ সিরিজ থেকে বহিষ্কার করা হল দুই আম্পায়ারকে।

অনেকগুলি ভুল সিদ্ধান্ত দেওয়ার জন্য দুই আম্পায়ার জোয়েল উইলসন এবং ক্রিস গ্যাফানিকে সরিয়ে দেওয়া হল অ্যাশেজ সিরিজ থেকে। এই দুই আম্পায়ার কে আর ফিল্ড আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে না অ্যাশেজ সিরিজের বাকি দুটি টেষ্ট ম্যাচে। সেই সাথে তৃতীয় টেস্ট থেকে বহিষ্কার করা হয়েছে বাকি ম্যাচ অফিসিয়ালদেরও, তাদের বিরুদ্ধেও একই অভিযোগ। অর্থাৎ অ্যাশেজ সিরিজের বাকি ম্যাচ গুলি পরিচালনা করবে একেবারে নুতন আম্পায়ার।

প্রথম টেষ্টে মোট আটটি সিদ্ধান্ত ভুল দিয়েছিলেন জোয়েল উইলসন। তার দেওয়া সিদ্ধান্ত গুলি ডিআরএস ব্যবহার করে পরিবর্তন করেছে দুই দল। অর্থাৎ তাদের আটটি সিদ্ধান্ত নাকচ করেছেন তৃতীয় আম্পায়ার। তৃতীয় টেস্টেও অনেকগুলি ভুল সিদ্ধান্ত দিয়েছেন উনি সেই সাথে বেই স্টোকসের একটি আউট দেন নি ম্যাচের শেষের দিকে যার ফলে খেলার ফলাফল বদলে গিয়েছে। অপরদিকে ক্রিস গ্যাফানি সাতটি ভুল সিদ্ধান্ত দেন তৃতীয় টেষ্টে।

02 1 20

প্রতিটি দেশের ক্রিকেট বোর্ডকেই সরব হতে দেখা গিয়েছে বিশ্বকাপে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত নিয়ে। আর তারপর ওয়ার্ল্ড টেষ্ট চ্যাম্পিয়নশিপে এইভাবে ভুল সিদ্ধান্তের জন্য কোনঠাসা হয়ে শেষ পর্যন্ত আম্পায়ার বদলের সিদ্ধান্ত নিতে বাধ্য হল আইসিসি।

শ্রীলঙ্কার রুচিয়া গুরুগেকে এবং দক্ষিণ আফ্রিকার মরাইস এমারসন কে পরবর্তী দুটি টেষ্টে আম্পায়ারের জন্য নিযুক্ত করা হয়েছে। এবং তৃতীয় আম্পায়ারের ভূমিকায় থাকবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা।

Udayan Biswas

সম্পর্কিত খবর