বাংলা হান্ট ডেস্কঃ চলতি মাসেই গেরুয়া শিবিরে যোগদান করেছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ বান্ধবী বৈশাখী ব্যানার্জি। বিজেপিতে যোগ দেওয়ার জন্য শোভন বাবু ও বৈশাখী দেবী দিল্লিতে বিজেপির সদর দপ্তর গেলে দেবশ্রী রায় কেও সেখানে লক্ষ করা যায়। তারপর শোভন বাবুর আপত্তিতেই দেবশ্রী রায় কে দলে নিতে অস্বীকার করে বিজেপি নেতৃত্ব।
এরপর গতকাল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাড়িতে যেতে দেখা যায় তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়কে। যদিও প্রায় একঘন্টা দিলীপবাবুর জন্য অপেক্ষা করেও তার দেখা পাননি দেবশ্রী রায়। তারপর ফিরে গিয়েছেন তিনি
কাল দিলীপ ঘোষের রাত১০ টা নাগাদ বাড়িতে ঢোকার কথা ছিল কিন্তু তার আসতে প্রায় রাত ১১টা হয়ে যায়। জানা গিয়েছে, দিলীপ ঘোষের সঙ্গে ফোনে কথা হচ্ছে দেবশ্রীর। যদিও এর মধ্যে অন্য গন্ধ পাচ্ছে রাজনৈতিক মহল।