কার্যকর হচ্ছে নতুন সড়ক আইন, বাড়ানো হলো জরিমানার পরিমাণ!

বাংলা হান্ট ডেস্ক: বাড়তি আর্থিক জরিমানা ও কারাবাসের বিধানসহ নতুন সড়ক পরিবহন আইন কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। আজ, ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে নয়া মোটর ভিকেল আইন (Motor Vehicles (Amendment) Bill, 2019)।

এই নতুন আইনে বাড়ানো হয়েছে জরিমানার পরিমাণ। ট্রাফিক ব্যবস্থাকে সুরক্ষিত করতে অনেক বেশি কড়াকড়ি করা হয়েছে নতুন আইনকে। এ আইনের বিভিন্ন বিধান ভঙ্গের দায়ে আগের চেয়ে জরিমানা কয়েকগুণ পর্যন্ত বাড়ানো হয়েছে। এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক কোন কোন জায়গায় জরিমানা বাড়তে চলেছে।

frghjkl

১) নাবালক বা নাবালিকা গাড়ি চালালে বাতিল করে দেওয়া হবে তার রেজিস্ট্রেশন। একই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা করা হবে।

২) হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর জরিমানার পরিমাণ ১০০ থেকে ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত করা হয়েছে।

৩) দুই চাকার গাড়িতে দু-জনের বেশি বসলে তার জন্য আগে ১০০ টাকা জরিমানা করা হত, এখন যা বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে।

৪) ‘পলিউশন সার্টিফিকেট’ আগে তার জন্য ১০০ টাকা জরিমানা করা হত, এখন যা বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে।

৫) লাইসেন্স সঙ্গে না নিয়ে গাড়ি চালালে আগে ৫০০ টাকা জরিমানা করা হত, এখন যা বাড়িয়ে ৫,০০০ টাকা করা হয়েছে।

৬) বিপজ্জনক ভাবে গাড়ি চালালে নতুন আইন অনুযায়ী, ১,০০০ টাকার পরিবর্তে ৫,০০০ টাকা জরিমানা দিতে হবে।

৭) গাড়ি চালানোর সময় ফোনে কথা বললে নতুন আইন অনুযায়ী, ১,০০০ টাকার পরিবর্তে ৫,০০০ টাকা জরিমানা করা হবে।

৮) ট্রাফিক নির্দেশ অমান্য করে িক আফিক রাস্তার উল্টো দিক থেকে গাড়ি নিয়ে আসার জন্য নতুন আইন অনুযায়ী, ১,১০০ টাকার পরিবর্তে এখন ৫০০০ টাকা জরিমানা করা হবে।

৯) গাড়ি চালানোর সময় ‘সিট বেল্ট’ না বাঁধলে নতুন আইন অনুযায়ী, ১,০০০ টাকা জরিমানা করা হবে।

১০) ট্রাফিক সিগন্যাল ভেঙে (ট্রাফিক সিগন্যালে লাল রং অগ্রাহ্য করে) গাড়ি চালালে নতুন আইন অনুযায়ী, ১০০ টাকার পরিবর্তে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।

এ ছাড়াও আজ থেকে ট্রাফিক আইনে বেশ কিছু নতুন নিয়মাবলী কার্যকর হচ্ছে। যার মধ্যে রয়েছে অ্যাম্বুলেন্স বা দমকলের গাড়িকে রাস্তা না ছাড়ার জন্য ১০,০০০ টাকা জরিমানা করা হতে পারে নতুন আইন অনুযায়ী।

সম্পর্কিত খবর