বাংলা হান্ট ডেস্ক: লোকসভা নির্বাচনের পর থেকেই দিন দিন বেড়েই চলেছে বিজেপি তৃণমূল সংঘর্ষ। ইতিমধ্যেই মমতা ব্যানার্জি বিরুদ্ধে অস্বস্তিকর মন্তব্য করায় FIR দায়ের হল মুকুল রায়ের বিরুদ্ধে। চন্দ্রিমা ভট্টাচার্য ভাটপাড়া থানায় দায়ের করেছেন এই FIR।
সম্প্রতি মুকুল রায় মন্তব্য করেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন সিং কে খুন করার পরিকল্পনা করেছিলেন।’ মুকুল রায়ের এমন অপ্রীতিকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে FIR দায়ের করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি প্রশ্ন তুলেছেন যে কীভাবে কোনরকম প্রমাণ ছাড়াই এমন মন্তব্য করলেন মুকুল রায়?। চন্দ্রিমার অভিযোগ, হিংসামূলক চিন্তাভাবনায় উস্কানি দিচ্ছেন মুকুল।
এদিন দিলীপ ঘোষ, মুকুল রায়, অরবিন্দ মেনন প্রমুখ উপস্থিত ছিলেন বিধান নগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের গণেশ পুজোর উদ্বোধনে। এখানে এসেই মুকুল রায় মন্তব্য করেন, “অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করতে হবে। তিনিই অর্জুন সিং কে খুন করতে চেয়েছিলেন।” প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের গণেশ পুজো উদ্বোধনে গিয়ে মুকুল রায়ের এমন দাবিতে শুরু হয়েছে জল্পনা। ইতিমধ্যেই এই ঘটনা ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।
জানা গেছে, এদিনের অনুষ্ঠানে সব্যসাচী দত্তের পাশে দাঁড়িয়েই মুকুল রায় বলেন, “সব্যসাচী হলেন এমন এক ব্যক্তি, যিনি খোদ মুখ্যমন্ত্রীর দফতরের দুর্নীতি নিয়েই প্রশ্ন তুলেছিলেন। আজ পুজোর উদ্বোধনে আমাদের ডেকেছেন সব্যসাচী। সেজন্য হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা মামলা করবেন সব্যসাচীর বিরুদ্ধে।” মুকুল রায়ের কথার রেশ টেনেই সব্যসাচী বলেন, “আমি সারদা, নারদার টাকায় পুজো করি না। তাই আমার পুলিসের ভয় নেই।”
উল্লেখ্য, অসমে হিতে বিপরীত অবস্থা তৈরি হয়েছে বিজেপির, চূড়ান্ত নাগরিকপঞ্জির জন্য সমালোচনার মুখে পড়েছে গেরুয়া শিবির। বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন তিনি। অথচ গেরুয়া শিবির নিজেই এই নাগরিকপঞ্জির জোরদার দাবি জানিয়েছিল। বিজেপির এমন পরিস্থিতির সুযোগ নিয়ে সদ্ব্যবহার করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি আক্রমনাত্মক সুরে বললেন, ”রাজনৈতিক লাভ তোলার চেষ্টা করা হচ্ছিল, তাদের মুখোশ খুলে দিয়েছে এনআরএসি বিপর্যয়।” রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন প্রতিনিয়ত মমতার বিজেপিকে কটাক্ষ করার জেরেই এমন মন্তব্য করেছেন মুকুল, এবার দেখার বিষয় আগামী দিনে এই ঘটনার জল কোনদিকে গড়ায়।