লোকসভা নির্বাচনে রাজ্যের ফলাফল মুখ থুবড়ে পড়ার পর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোতে চাইছে রাজ্য সরকার। তাই তো জনসংযোগ বৃদ্ধি করতে ইতিমধ্যেই দিদিকে বলো পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। জনসংযোগ বাড়াতে জোর কদমে কাজ শুরু করেছে দলীয় নেতা-নেত্রীরা। বিধায়কদের বাড়া বাড়ি গিয়ে সকলের সঙ্গে মিশে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এবার জনসংযোগ বাড়াতে দুর্গাপুজোকে হাতিয়ার করে এগোতে চাইছে রাজ্যের শাসকদল। পুজোর ছুটিতে ঘোরাফেরা নয় বরং সেই ছুটিকে জনসংযোগের কাজে লাগিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
সোমবারের কালীঘাটের বাড়িতে নেতা-মন্ত্রীদের নিয়ে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই দলের নেতা-মন্ত্রীদের উদ্দেশ্যে পুজোয়া বেড়াতে না গিয়ে এলাকায় থেকে জনসংযোগ বৃদ্ধি করার কাজে যুক্ত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। লোকসভা নির্বাচনে ধাক্কা খেয়ে তা সামলে উঠতে চেষ্টা করছে শাসক দল। তাই এবার থেকে ভোটগুরু প্রশান্ত কিশোরের পরামর্শ মেনে প্রতিটি পদক্ষেপে পা ফেলছেন তৃণমূল সুপ্রিমো। তাই তো তাঁর পরামর্শ মেনেই জনসংযোগ বৃদ্ধি জোর দেওয়া হয়েছে।
বেশ কয়েকদিনের জেলায় জেলায় প্রশাসনিক বৈঠকে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তাঁদের সমস্যার কথাও শুনেছেন। তাই পুজোর সময় কাজে লাগিয়ে জনসংযোগ বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টায় মরিয়া শাসকদল। অন্যদিকে দুর্গাপুজোকে হাতিয়ার করে রাজ্যে নিজেদের আসন দখলের চেষ্টা করছে বিজেপি। তাই খানিকটা শাসকদলের পথে হেঁটে দুর্গাপুজোর আগমনী বার্তা দিয়ে বাড়ি বাড়ি স্টিকার বিলি করার সিদ্ধান নিয়েছে গেরুয়া শিবির। একইসঙ্গে মহালয়া থেকে দশমী অবধি জনসংযোগ বাড়াতে একাধিক কর্মসূচিও গ্রহণ করেছে। রাজ্যের দুই বিরোধী দল বিধানসভাকে লক্ষ্য করেই ঝাঁপাতে চাইছে এবং দুর্গাপুজোকে হাতিয়ার করেছে।