আরব আমিরশাহীর সর্বোচ্চ সামরিক সম্মান পাওয়ার পর এবার মোদীর মুকুটে যুক্ত হতে চলেছে নয়া পালক। দেশকে পরিচ্ছন্ন করতে প্রথমবার প্রধানমন্ত্রীত্ব পদে বসার পরই বিশেষ প্রকল্প শুরু করেছিলেন। যার নাম স্বচ্ছে ভারত অভিযান। ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে সেই প্রকল্পের কাজও শুরু করা হয়েছে। মোদীর এই প্রকল্প এবার বিশ্বের দরবারে সমাদৃত হল। মোদীর স্বচ্ছ ভারত অভিযানের জন্য বিশেষ সম্মান দেওয়া হচ্ছে মাইক্রোসফটের জনক বিল গেটসের স্বেচ্ছাসেবী সংস্থা বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন।
দেশকে ডিজিটাল করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাসি দেশকে পরিচ্ছন্ন করে তুলে সৌন্দর্য বৃদ্ধি করতেও ততপর মোদী। তাই এমন অভিনব পদক্ষেপে যথেষ্টই প্রশংসিত হয়েছে আন্তর্জাতিক মহলে। তাই মোদীর এই বিশেষ উদ্যোগকে কুর্ণিশ জানাতে চাইছে এই সংস্থা।এই খবর পাওয়ার পর সামাজিক মধ্যে তা জানিয়েছেন রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং।
Another award,another moment of pride for every Indian, as PM Modi's diligent and innovative initiatives bring laurels from across the world.
Sh @narendramodi to receive award from Bill & Melinda Gates Foundation for #SwachhBharatAbhiyaan during his visit to the United States. pic.twitter.com/QlsxOWS6jT— Dr Jitendra Singh (@DrJitendraSingh) September 2, 2019
মাত্র কয়েকদিন আগেই আরব আমিরশাহি সফরে গিয়ে অর্জার অফ জায়েদ সম্মান পেয়েছেন মোদী। এবার আমেরিকা সফরের সময় তাঁর স্বপ্নের প্রকল্প স্বচ্ছ ভারত অভিযানের জন্য অ্যাওয়ার্ড পাবেন মোদী। উল্লেখ্য, 2014 সালে স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছিলেন মোদী। এই উদ্দেশ্যেই দেশের বিভিন্ন জাগায় খোলা শৌচকর্ম বন্ধ করতে শৌচালয় তৈরি করে দিয়েছেন প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রীর এই উদ্যোগেই খুশি বিল গেটসের স্বেচ্ছাসেবী সংস্থা।