ভারতের হাতে অত্যাধুনিক হেলিকপ্টার দেখে ভয়ে তটস্থ পাকিস্তান

 

অমিত সরকার

নিয়ন্ত্রণ রেখার কাছে বালতোরো সেক্টরের স্কারদু এলাকায় বেশ কয়েকটি নতুন বাঙ্কার পাকিস্তান তৈরি করেছে। এর মধ্যে পাক সেনার ছ’টি বাংকার প্রায় তৈরি। কয়েকটি বাঙ্কার ১০ ফুট বাই ১২ ফুটের এবং অন্য বাঙ্কারগুলি আরও বড় – ২০ ফুট বাই ১২ ফুটের।

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেন্দ্র তুলে নেওয়ার পর থেকেই ক্রমাগত যুদ্ধের হুমকি দিয়ে যাচ্ছে পাকিস্তান।

কাশ্মীর ভারতের ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে বেশিরভাগ দেশ মেনে নিলেও পিছু হঠতে নারাজ পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি, গুলি বিনিময় জারি রয়েছে। এর মধ্যেই উত্তেজনা কয়েকগুণ বাড়িয়ে দিল কারগিল সীমান্তের ওপারে পাক সেনার এই উসকানিমূলক কার্যকলাপ। ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের
পর কেটে গিয়েছে ২০ বছর। তবে কাশ্মীরকে কেন্দ্র করে ফের যুদ্ধের আবহে যেন তেতে উঠছে দুই প্রতিবেশী রাষ্ট্র।

IMG 20190903 153218
ভারতীয় বায়ুসেনার হাতে আসছে ৮টি অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার। আমেরিকার বোয়িং সংস্থা দ্বারা নির্মিত এই উন্নত ও সর্বাধুনিক হেলিকপ্টারগুলি আজই পাঠানকোটে বায়ুসেনার ঘাঁটিতে এসে পৌঁছাবে। সেখানে আজ অ্যাপাচের আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া।

সম্পর্কিত খবর