কাশ্মীরের ওপর থেকে 370 ধারা তুলে নেওয়ার পর মন কি বাত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরের উন্নয়ন নিয়ে বেশ কয়েকটি প্রস্তাব রেখেছিলেন। প্রথমত, কাশ্মীরকে চলচ্চিত্র শিল্প বানানোর জন্য বিভিন্ন প্রযোজনা সংস্থাকে আহ্বান জানানোর পাশাপাশি তথ্য প্রযুক্তি, পরিকাঠামো, বিদ্যুত্, উত্পাদন, হোটেল, প্রতিরক্ষা, পর্যটন ও শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে নতুন নতুন কয়েকটি পদ্ধতির কথা জানিয়েছিলেন। এছাড়াও ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রেও এক নতুন দিশা চালু হওয়ার সম্ভাবনার কথাও বলেছিলেন তিনি। এবার মোদীর আশা ক্রযত পূরণ হতে চলেছে। শোনা যাচ্ছে রাজ্যে বহু কোম্পানি কাশ্মীরের জন্য বিনিয়োগ করতে ইচ্ছা প্রকাশ করেছে। এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের মধ্যেই নাকি 44টি কোম্পানি বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছে এবং 33টি কোম্পানি প্রস্তাব গ্রহণ করেছে।
কাশ্মীরের পর্যটন শিল্প এমনিতেই খুবই উন্নত। কিন্তু কাশ্মীরের ভারতভুক্তির পর সেই শিল্পের আরও প্রভূত উন্নয়ন হতে চলেছে। তবে শুধু প্রযটনই নয় শিক্ষা, প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে মোটা 15000 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে বলেই খবর।
উল্লেখ্য, 5 আগষ্ট তারিখে কাশ্মীরের ওপর থেকে বিশেষ ধারা প্রত্যাহার করে নেয় ভারত। এরফলে কাশ্মীর বিশেষ সুযোগ সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হল। এই ধারা প্রত্যাহারের পর থেকে গোটা কাশ্মীরের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল গোটা উপত্যকাকে। যদিও কাশ্মীর বাসীদের এহেন পরিস্থিতিতে বার বার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশ্বাস দেওয়া হয় এবং কাশ্মীরের উন্নয়নের ব্যাপারেও প্রস্তাব রাখা হয়েছিল।