দিলীপ ঘোষকে ফোন মহুয়া মৈত্রের, কি বলেছেন? জানালেন দিলীপ

লোকসভা নির্বাচনের শুরু থেকেই বিজেপির পাল্লা ক্রমশই ভারী হচ্ছেই৷ এমনিতেই পদ্ম শিবিরে শোভন ও বৈশাখী কে নিয়ে জলঘোলা চলছে৷ তাঁদের বিজেপিতে যোগদানের এক মাস সম্পূর্ণ হতে না হতেই দলবদলের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এরই মধ্যে আবার নতুন করে তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়ের বিজেপিতে যোগদান প্রায় নিশ্চিত বলাই যায়৷ কিন্তু এই পরিস্থিতিতে তৃণমূলের আরও এক সাংসদের নাম একেবারেই নিশ্চিত জড়ালো বিজেপিতে৷ আর তিনি হলেন তৃণমূলের দাপুটে নেত্রী মহুয়া মৈত্র৷ শোভন দেবশ্রী বৈশাখের মধ্যেই মহুয়া মৈত্রের সংযোজন রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করতে চলেছে৷

ইতিমধ্যেই তিনি বিজেপির রাজ্য সভাপতিকে ফোন করেছেন বলে খবর, এ বার সেই মহুয়া মৈত্রকে নিয়েই মুখ খুললেন দিলীপ ঘোষ৷ সত্যিই কি মহুয়া মৈত্র দলে যোগদান করেছেন? কিংবা ফোন করে তিনি কী বললেন? সব প্রশ্নের সোজা সাপটা উত্তর দিলেন দিলীপ ঘোষ৷ বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছেন মহুয়া মৈত্র নিজের নয় বরং দেবশ্রীর জন্যই ফোন করেছিলেন৷ তিনি জানিয়েছেন দেবশ্রী রায় নাকি মানসিক অবসাদে ভুগছেন এবং দিলীপ ঘোষকে তাঁর সঙ্গে কথা বলার অনুরোধ করেছেন৷ যেহেতু দেবশ্রীকে তৃণমূল দিচ্ছে না আবার বিজেপিও নিতে চাইছে না সে ক্ষেত্রে সে দারুণ অসুবিধায় পড়েছে বলেও জানিয়েছেন মহুয়া৷

1912

উল্লেখ্য, দেবশ্রী রায়ের বিজেপিতে যোগদানের জল্পনা নতুন কিছু নয়৷ 14 আগস্ট তারিখে দিল্লিতে বিজেপির সদর দফতরে তাঁকে সংবাদমাধ্যমের ক্যামেরায় এক ঝলক দেখতে পাওয়ার পর তৃণ শিবিরেই তিনি রীতিমতো তৃণমূলে অপছন্দের পাত্রী হয়ে উঠেছেন৷ যদিও প্রকাশ্যে শাসক শিবির থেকে তার বিরোধিতা করে কোনও রকম কথা বলতে দেখা যায়নি৷ তবে অন্য দিকে যে মহুয়া মৈত্র বারবার বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে সেই মহুয়া মৈত্র বিজেপির রাজ্য সভাপতিকে ফোন করেছেন, তাও আবার নিজের জন্য নয়৷ মহান দিলীপকে ফোন নিয়ে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে৷

সম্পর্কিত খবর