কৃষক আন্দোলনের পোল খুলে দিলেন কৃষক নেতা, দেশ বিরোধীদের বিরুদ্ধে করলেন ক্ষোভ প্রকাশ

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমানে গোটা ভারত জুড়ে চলতে থাকা কৃষক আন্দোলনের মধ্যে ভারতীয় কৃষাণ ইউনিয়নের নেতা ভানু প্রতাপ সিং (Bhanu Pratap Singh)-এর একটি অডিও ক্লিপিং ভাইরাল হয়েছে। যেখানে কৃষক আন্দোলনের বিষয়ে এমন কিছু গোপন তথ্য তাঁর মুখ থেকে শোনা যায়, যা টনক নড়িয়ে দিয়েছে অনেকেরই।

অডিও ক্লিপিং-এ শোনা যাচ্ছে- কৃষক আন্দোলন বর্তমানে রাজনৈতিক আন্দোলনের রূপ নিয়েছে, এই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে ভানু প্রতাপ সিং জি বলছেন, ‘আমরা সকলেই এই বিষয়টা পরিস্কার করেই বুঝতে পেরেছি। সেই কারণেই এখন আমরা এটা শেষ করতে চাইছি। আমার বয়স ৭০ বছর হয়ে গেল আর এই লাইনে আমি প্রায় ৪০ বছর ধরে রয়েছি। কৃষক আন্দোলনকে যখন রাজনৈতিক নেতৃত্বরা এবং গুন্ডারা হাইজ্যাক করতে চেয়েছিল, কৃষকদের তো তখনই বোঝা উচিত ছিল। সেখান থেকে সরে আসা উচিত ছিল। দেশের ক্ষতি হচ্ছিল, সেটাও দেখা প্রয়োজন ছিল’।

তিনি আরও বলেন, ‘ওদিকে দেখা যায় রাহুল গান্ধী কৃষকদের সমর্থন করে বলেছেন- আন্দোলন প্রত্যাহার করা হবে না, এই আন্দোলন চলতেই থাকবে। তবে আমি বলব- প্রথমে তো উনি কথা বলার জন্য প্রস্তুত ছিলেন না। আর এখন আন্দোলন প্রত্যাহার না করে কি না খাইয়ে মারবেন কৃষকদের?’

দেশীয় আন্দোলনে বিদেশি হস্তক্ষেপ সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিয়ে বলেন, ‘খালিস্থান, পাকিস্তান, চীন এমনকি কোন বিদেশি লোককে আমাদের আন্দোলনে জায়গা দেব না। লোকতান্ত্রিক ভাবে যারা আন্দোলন করবে, আমরা তাদের পাশে আছি, সেই কৃষক বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন। আর যারা খারাপের সঙ্গে যুক্ত থাকবে, তাদের পাশে আমাদের কখনই পাবে না’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর