ভোট মিটতেই খুনের হুমকি! যুবকের ছবি প্রকাশ্যে আনলেন অর্জুন সিং, মুখ দেখেই তোলপাড়!

   

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার হাইভোল্টেজ ব্যারাকপুর কেন্দ্রে নির্বাচন ছিল। এবার ভোট ময়দানে মুখোমুখি অর্জুন সিং (Arjun Singh) এবং পার্থ ভৌমিক। সেদিনই আবার জনসমক্ষে ব্যারাকপুরের পদ্ম প্রার্থীকে (BJP) ‘দেখে নেওয়া’র হুমকি দিয়েছিলেন একজন যুবক। বনি নামের সেই যুবক বলেছিলেন, ‘অর্জুন সিং আমি বনি। কী করবি আমি দেখে নেব … কিস্যু করতে পারবি না’। সেই ঘটনা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। তা নিয়ে চর্চা একটু কমতেই এবার ফোনে খুনের হুমকি পেলেন অর্জুন।

ব্যারাকপুরের (Barrackpore) বিদায়ী সাংসদকে মেসেজ করে হুমকি দেওয়া হয়েছে অভিযোগ। এবার অভিযুক্ত সম্পূর্ণ ভিন্ন একজন যুবক। অরজুনের দাবি, নিকেতন বর্মা ওরফে ছোটু নামের একজন তাঁকে ফোনে খুনের হুমকি দিয়েছেন। সেই যুবককে নিজেই খুঁজে বের করেছেন তিনি।

জানা যাচ্ছে, জগদ্দলের মোমিনপাড়া এলাকার বাসিন্দা ছোটু। অর্জুনের দাবি, সে মাদক বিক্রি করে। ইতিমধ্যেই পুলিশ, প্রশাসনকে সম্পূর্ণ বিষয়ে জানিয়েছেন তিনি। অর্জুনকে মেসেজের মাধ্যমে খুনের হুমকি দেওয়া ওই যুবক কোনও রাজনৈতিক দলের অংশ কিনা সেই বিষয়ে কিছু জানাতে পারেননি বিজেপি নেতা।

আরও পড়ুনঃ চলবে তাণ্ডব! ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝড়বৃষ্টি কলকাতা সহ এই জেলাগুলিতে: আবহাওয়ার খবর

অর্জুন সিং এই প্রসঙ্গে বলেন, ‘তৃণমূল কংগ্রেসের লোকেরা সবকিছু পারে। তবে আমায় বলে মারাটা কঠিন আছে। এমনি মারতে পারবে ঠিক আছে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে। ছেলেটার সম্বন্ধে জানতে পেরেছি’।

অর্জুন বলেন, ‘পুলিশ তো কিছু করেনি। আমিই খোঁজখবর নিয়ে জানতে পেরেছি ছেলেটা মাদক বিক্রি করে। এসব ছেলে কোনও ব্যাপার নাকি? পুলিশ কিছু করতে পারুক বা না পারুক, আমি ঠিক বের করে ফেলব’।

Arjun Singh death threat

বিজেপি প্রার্থীর দাবি, মধ্যপ্রদেশের একটি নম্বর থেকে তাঁকে মেসেজ করা হয়েছিল। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামও। তিনি বলেন, প্রশাসক সক্রিয়ভাবে কাজ করছে, তাদের ওপর আস্থা রয়েছে। সমস্ত বিষয়টা প্রশাসনকে জানানো হলে নিশ্চয়ই পদক্ষেপ গ্রহণ করা হবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর