বরাত জোরে বেঁচে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস! এই খুদে যেভাবে রক্ষা করল ….ধন্যি ধন্যি করছে সকলেই

বাংলাহান্ট ডেস্ক : বয়স বড়জোর ৭ কি ৮! কিন্তু এইটুকু বয়সে ছোট্ট ছেলেটি যা করল তা দেখে স্তম্ভিত অনেকেই। রেল লাইনের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ সে লক্ষ্য করে লাইনের ভিতরে রয়েছে ধস। কিন্তু সেই সময় দূরে সে দেখতে পায় সেই লাইন দিয়েই ছুটে আসছে একটি ট্রেন। হাতে সময় ছিল না। তাই নিজের পরনের গেঞ্জি খুলে ওড়াতে থাকে সে।

সেই গেঞ্জি দেখে তৎপরতার সাথে ট্রেন থামিয়ে দেন চালক। তিনি নেমে এসে দেখেন সামনের লাইনের নিচে রয়েছে বিশাল গর্ত। ছোট্ট বালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শিয়ালদা-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Kanchanjangha Express)। সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই এই শিশুর কান্ড কারখানা ভাইরাল হয়েছে। জানা গেছে এই শিশুটি ভালুকা রোডের কাছে রেললাইন বরাবর যাচ্ছিল।

আরোও পড়ুন : দিঘা যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছেন? সতর্ক হন! আগে দেখুন পরিস্থিতি, তারপর প্ল্যান সাজাবেন

সেই সময় আচমকা তার চোখ যায় লাইনের উপর। সে দেখতে পায় রেল লাইনের নিচের অংশ বেশ কিছুটা বসে গেছে। সৃষ্টি হয়েছে একটি গর্তের। ঠিক তখনই লাইনের এক প্রান্ত থেকে ছুটে আসছিল শিয়ালদা-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে ছোট্ট শিশুটি খুলে ফেলে তার গায়ের লাল গেঞ্জি। এরপর সেটি উড়িয়ে সতর্ক করে ট্রেনের চালককে।

img20190502160955806984

চালক থামিয়ে দেন ট্রেন। এই ঘটনা জানাজানি হওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত হন রেলের কর্মী ও পুলিশ। শুরু হয় লাইন মেরামতির কাজ। ছোট্ট এই শিশুটি যেভাবে প্রাণের ঝুঁকি নিয়ে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা করল ট্রেনকে তা জেনে হতবাক অনেকেই। সামাজিক মাধ্যমে শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে এই ছোট্ট শিশুটির জন্য। ছোট্ট শিশুটি এক লহমায় হয়ে উঠেছে রিয়েল লাইফ হিরো।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর