চলতি মরশুমে কি তবে নতুন বিজয়ী পাবে IPL! রয়েছে বড় রকমের সম্ভাবনা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এখনও অবধি আইপিএলের ১৪ টি মরশুমে আমাদের মোট ছয়টি দল আইপিএল ট্রফি ঘরে তুলতে পেরেছিল। এই দলগুলি হল রাজস্থান রয়্যালস, ডেকান চার্জার্স, চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। ডেকান চার্জার্স দলটি ৬ বছর পরে উঠে যায়। আরও অনেক দল এরপর আইপিএলের মঞ্চে এসেছিল আবার উঠেও গিয়েছিল কিন্তু সকলের পক্ষে শিরোপা জেতা সম্ভব হয়নি।

শেষবার ২০১৬ সালে নতুন দল হিসেবে সানরাইজার্স হায়দরাবাদ শিরোপা জিতেছিল। তারপর থেকে হয় মুম্বাই ইন্ডিয়ান্স, নয়তো চেন্নাই সুপার কিংস শিরোপা জিতে গিয়েছে। তবে এবার সেই ধারা বদলাতে পারে। কারণ আইপিএলের প্লে অফে রাজস্থান রয়্যালস বাদে অন্য কোনও দল এমন নেই যারা আগে শিরোপা জিতেছে। রাজস্থান রয়্যালস এর আগে ২০০৮ সালে আইপিএলের প্রথম সংস্করণে ট্রফি জিতেছিল।

চলতি মরশুমে আইপিএলে যোগ দেওয়া দুই নতুন দল দুরন্ত পারফরম্যান্স করেছে। হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স এবং লোকেশ রাহুলের লখনউ সুপারজায়ান্টস অভিষেক মরশুমেই লিগ টেবিলের শীর্ষ দুটি জায়গা দখল করে নিয়েছে। তাদের মধ্যে থেকে কাউকে জিততে দেখলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না।

এবার যদি ক্রিকেটপ্রেমীদের কাছে প্রশ্ন তোলা হয় যে আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল তিনটি দলের নাম তাহলে বেশিরভাগ মানুষের জবাবই এক হবে। নাম তিনটি হবে মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ১৪ টি মরশুমের মধ্যে ১১টি মরশুমেই ট্রফি জিতেছে এই তিনটি দলের মধ্যে কেউ না কেউ। তবে চলতি মরশুমে প্ৰথমবার এই তিনটি দলের একটি দলও থাকছে না আইপিএলের লিগ টেবিলের টপ ফোরে। এমনটা আগে কখনোই হয়নি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর