বাংলায় ফের চিটফান্ড কাণ্ড! দু’হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার হরিশ মুখার্জি রোডের ব্যবসায়ী

বাংলাহান্ট ডেস্ক : আবারও চিটফান্ডের (Chit Fund) কালো ছায়া বাংলার উপর। প্রায় দু’হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগে দক্ষিণ কলকাতার এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাল রাজ্য সরকারের ডিরেক্টরেট অফ ইকনমিক অফেন্স (DEO)।

জানা যাচ্ছে, এপ্রিল মাসে আর্থিক প্রতারণার অভিযোগে বালিগঞ্জ থেকে গ্রেফতার হন ব্যবসায়ী এবং চিটফান্ডের (Chit Fund) কর্তা শান্তি সুরানা। তারপর ওই ব্যক্তির স্ত্রী ও মেয়েকেও গ্রেফতার করা হয়েছে। তাঁদের জেরা করেই উঠে আসে ওই চিটফান্ডের সঙ্গে যুক্ত আছেন অপর এক ব্যক্তি। পেশায় ব্যবসায়ী সেই ব্যক্তির নাম অমরনাথ শরাফ। ডিইওর অভিযোগ, ওই ব্যবসায়ীর মাধ্যমে বাজার থেকে টাকা তোলা হয়। মোটা অংকের সুদের লোভ দেখিয়ে কলকাতার বহু বাসিন্দার কাছ থেকে বিরাট পরিমাণ টাকা তোলা হয়। অনুমান করা হচ্ছে ওই টাকার অংক প্রায় ২৫ লক্ষ থেকে সাড়ে তিন কোটি। এক আমানতকারী ১১ লক্ষ টাকাও লগ্নি করেন বলে জানা যাচ্ছে। শান্তি সুরানাদের মূল টার্গেটই ছিলেন প্রবীণরা ব্যক্তিরা।

তদন্তে উঠে এসেছে, ২০০৭ সাল থেকে প্রায় ২০টি সংস্থাকে সামনে রেখে আমানতকারীদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা তোলা হয়। ওই সংস্থাগুলির মধ্য বেশ কয়েকটির সঙ্গে অমরনাথ শরাফও যুক্ত ছিলেন বলে অভিযোগ উঠছে। তদন্ত করতে রবিবার সকালেই ডিইও আধিকারিকরা দক্ষিণ কলকাতার হরিশ মুখার্জি রোডে ওই ব্যক্তি ফ্ল্যাটে হানা দেন। ব্যবসায়ী ও তাঁর পরিবারের লোকেদের সামনে বেশ কিছু প্রশ্ন রেখে তাঁদের জিজ্ঞাসাবাদও করা হয়। দফায় দফায় তল্লাশিও চালানো হয়।

পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে, ঘরগুলি থেকে চিটফান্ড সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। সেই নথিগুলি খতিয়ে দেখে তদন্তকারী আধিকারিকরা পরবর্তী পদক্ষেপ করবে। এই চিটফান্ডের কত টাকা এই ব্যবসায়ীর অ্যাকাউন্টে গিয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে। জানা যাচ্ছে, শরাফের মতো বহু ব্যবসায়ী ও তাঁদের এজেন্টদের মাধ্যমে বাজার থেকে টাকা তোলা হয়। এই চিটফান্ডের সঙ্গে আর কেউ যুক্ত কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর