ধূমপান করেন না? অতিরিক্ত ছুটি দেবে এই সংস্থা

বাংলাহান্ট ডেস্ক: দিনে ৮-৯ ঘন্টা  কাজের ফাঁকে কিছুক্ষণের ধূমপান বিরতি অনেকেই নিয়ে থাকেন। বেশিরভাগ সংস্থাতেই এই বিষয়টির সঙ্গে পরিচিত মানুষ। কিন্তু ধূমপায়ী কর্মীদের এই অতিরিক্ত বিরতির জন্য প্রায়ই সমস্যায় পড়ে থাকেন যারা ধূমপান করেন না। তাদের কথা ভেবেই এবার এক অভিনব উদ্যোগ নিল জাপানের এক সংস্থা। যারা ধূমপান করেন না তাদের জন্য বছরে অতিরিক্ত ছুটির ব্যবস্থা করল এই সংস্থা।

জানা গিয়েছে, এই সংস্থায় কর্মরত কর্মীরা যারা ধূমপায়ী তারা সারা দিনে কাজের মধ্যে বেশ কয়েকবার ধূমপানের জন্য বিরতি নেন। সংস্থার অফিসটি বিল্ডিংয়ের ২৯ তলায়। কাউকে ধূমপান করার জন্য বেসমেন্টে যেতে হয়। ফলে এই বিরতিগুলি সাধারণত ১৫ মিনিটের বেশি হয়ে যায়।

Smoking Cottonmouth 1500x630

এর জন্য সংস্থার অন্যান্য কর্মী যারা ধূমপান করেন না তাদের প্রয়োজনের তুলনায় বেশি কাজ করতে হয়। ফলে তাদের মধ্যে বাড়ছিল অসন্তোষ। তাদের অভিযোগ শুনেই নড়েচড়ে বসেন সংস্থার কর্তৃপক্ষ। যে কর্মীরা ধূমপান করেন না তাদের জন্য বছরে অতিরিক্ত ৬টি ছুটির বন্দোবস্ত করে তাঁরা।

এই নতুন নিয়ম চালু হওয়ার পর দেখা যায় অনেক ধূমপায়ী কর্মীই ধূমপান করা বন্ধ করে দিয়েছেন। এর ফলে ধূমপানে রাশও টানা গেল। এই সংস্থার মতো জাপানের অন্যান্য অনেক সংস্থাই ধূমপান প্রতিরোধে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এই দেশের অনেক রেস্তোরাঁই গ্রাহকদের ধূমপান করতে দেয়। গত বছর টোকিওর নগর সরকার ২০২০ সালের অলিম্পিকের আগে ধূমপান বিরোধী কড়া আইন প্রণয়ন করে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর