মদ্যপ অবস্থায় অজগরকে গলায় পেঁচিয়ে খেলা দেখাচ্ছিলেন ব্যক্তি! তারপরে যা হল দেখে শিউরে উঠবেন

বাংলা হান্ট ডেস্ক: সাপকে (Snake) ভয় পান না এমন মানুষ রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। মূলত, সাপের নাম শুনলেই সকলের মনে এক আতঙ্কের আবহ তৈরি হয়। যদিও, বর্তমান সময়ে এই সাপ সংক্রান্তই একাধিক অবাক করা ভিডিও সামনে আসে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। এমনকি, সেগুলির মধ্যে এমন কিছু ভিডিও থাকে যেগুলি দেখে রীতিমত শিউরে উঠতে হয়। সেই রেশ বজায় রেখেই এবার আরও একটি ভিডিও সামনে এসেছে। পাশাপাশি, তা তুমুল ভাইরাল (Viral) হতেও শুরু করেছে। যেটিতে একজন মদ্যপ ব্যক্তিকে বড়সড় বিপদে ফেলে দিয়েছে একটি অজগর (Python)।

এমনিতেই, মত্ত অবস্থায় হুঁশ হারিয়ে ফেলেন অনেকে। যার ফলে তাঁরা বিভিন্ন উদ্ভট কাজও করে বসেন নেশার ঘোরে। এমতাবস্থায়, এক প্রৌঢ় মদ্যপ অবস্থায় একটি অজগরকে তুলে নেন কাঁধে। শুধু তাই নয়, তারপরে সাপটিকে গলায় পেঁচিয়ে বিভিন্ন কসরত করতে থাকেন তিনি। যদিও, কিছু সময় পরে তার যোগ্য উত্তরও দিয়ে দেয় ওই সাপটি ।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে। সেখানকার গাড়োয়ার পারিহারা পঞ্চায়েতের কিতাসোটি গ্রামের একটি খালে প্রতিদিন মাছ ধরতে যান বছর পঞ্চান্নর ব্রিজলাল রাম ভুঁইয়া। এমতাবস্থায়, স্থানীয় লোকজন জানিয়েছেন, সম্প্রতি ব্রিজলাল মদ্যপান করে মত্ত অবস্থাতেই খালের পাড়ে মাছ ধরতে গিয়েছিলেন।

এদিকে, মাছ ধরার সময়ে তিনি সেখানে একটি বড় অজগর সাপ দেখতে পান। তারপরই সবাইকে অবাক করে দিয়ে তিনি অবলীলায় সাপটিকে তাঁর কাঁধে তুলে ফেলেন। এমতাবস্থায়, একটা সময়ে অজগরটি পেঁচিয়ে ধরতে শুরু করে তাঁর গলা। এমনকি, ক্রমশ পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে যায় যে অজগরের চাপে ব্রিজলাল পড়েও যান।

সেই সময়ে সেখানে উপস্থিত ব্রিজলালের ছেলে এবং তার বন্ধু তাঁকে সাহায্যের উদ্দেশ্যে এগিয়ে আসে। তারা বারংবার সেই সাপটির লেজ ধরে সেটিকে ব্রিজলালের গলা থেকে নামানোর চেষ্টা করলেও কিছুতেই তা সম্ভব হচ্ছিল না। দীর্ঘক্ষণ লড়াই করার পর তারা ব্রিজলালকে কোনোমতে অজগরের কবল থেকে বাঁচাতে সক্ষম হয়। যদিও, তার মধ্যেই সাপটির আক্রমণে ব্রিজলালের হাড়ে হালকা চিড় ধরা পড়ে বলেও জানা যায়। এদিকে, ওই ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে নেটমাধ্যমে। পাশাপাশি, মত্ত অবস্থায় ব্রিজলাল যেভাবে গলায় অজগরকে পেঁচিয়ে বিপদ ডেকে এনেছিলেন তা দেখে শিউরে উঠেছেন সবাই।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর