নবান্ন অভিযানে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন এক বাম সমর্থক

বাংলাহান্ট ডেস্কঃ বৃহস্পতিবার ডাকা নবান্ন অভিযানে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় বাম সমর্থকদের। সেখান থেকে বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করলেও, বেশকিছু বাম সমর্থক পুলিশের লাঠির ঘায়ে মারাত্মকভাবে জখম হয়েছিলেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সোমবার সকালে নবান্ন অভিযানে আহতদের মধ্যে মারা যান বাম সমর্থক মইদুল ইসলাম মিদ্দা। শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও সোমবার সকালে প্রাণ হারান এই বাম সমর্থক। জানা গিয়েছিল, পেশায় অটোচালক মইদুল ইসলাম মিদ্দার দুই কন্যাসন্তান রয়েছে এবং পরিবারে তিনি একাই উপার্জিত ব্যক্তি।

vcjcvjhc

পুলিশের সঙ্গে সংঘর্ষের ফলে বুক, মাথা, কিডনি এবং কোমরে চোট পেয়েছিলেন বছর ৩১ -এর DYFI কর্মী মইদুল ইসলাম মিদ্দা। বাঁকুড়ার গোপীনাথপুর ইউনিটের সেক্রেটারি ছিলেন মইদুল ইসলাম মিদ্দা। সামনের সারিতে দাঁড়িয়ে প্রতিবাদরত মইদুলের সঙ্গে পুলিশের সংঘর্ষ হওয়ার পর তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তির পর সোমবার সকাল ৭ টা নাগাদ মৃত্যু সঙ্গে লড়াইয়ে হার মেনে যায়।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর