মহরমের জৌলুসে তলোয়ারবাজিতে নিজেরই গলা কেটে ফেললেন এক ব্যাক্তি

দেশের প্রায় সব শহরে যাতে শান্তিপূর্ণ ভাবে মহরমের জৌলুস বের হয় তার জন্য পুলিশ সর্তক ছিল। পলিশের সতর্কতার জন্য পুরো দেশে বড়ো কোনো অঘটন ঘটতে পারেনি।  কিন্তু বিহারের নালন্দা জেলায় যে মিছিল হয়েছিল, তাতে দুর্ঘটনাক্রমে একটি ঘটনা ঘটে যায়। অবশ্য পলিশের নিষেধাজ্ঞা না শোনার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। এমন দুর্ঘটনা দেখে  সমস্ত লোক হতবাক হয়ে যায় এবং পুরো মহররম মিছিলে একটা হতাশার ছায়া পড়ে। বুধবার বিকেলে মহরমের মিছিল বিহারের নালন্দা জেলার বিহার শরীফের লাহেরি থানা এলাকায় সোগড়া কলেজে বের হচ্ছিল। সমস্ত লোক হাতে তরোয়াল নিয়ে মিছিল চালাচ্ছিল। এসময় এক ব্যাক্তি তরোয়াল চালাচ্ছিল এবং দুর্ঘটনাক্রমে তার ঘাড়ে ও গলায় তরোয়াল পেয়ে যায়। ঘাড় থেকে আরও রক্ত ​​প্রবাহিত হতে থাকে এবং ব্যাক্তি ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ জানায়, মোহাম্মদ সুম মিছিলে অস্ত্র চালাচ্ছিল এবং তরোয়াল চালানোর সময় তার তরোয়ালটি তার নিজের ঘাড়ে, গলায় আঘাত করে। লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। মৃতের ছেলেও মিছিলে অংশ নিয়েছিল এবং পুরো ঘটনাটি নিজের চোখে দেখেছিল। এই পুরো ঘটনার প্রতিবেদন দায়ের করে পুলিশ কার্যক্রম শুরু করেছে। চিকিৎসক জানিয়েছেন যে গলায় অতিরিক্ত কাটা পড়ার কারণে মোহাম্মদ সুমের মৃত্যু হয়েছিল। এই কারণে তিনি মারা যান।

প্রাপ্ত খবর অনুযায়ী, পুলিশ অস্ত্র মিছিল বের করার জন্য নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু হাজার সংখ্যায় লোকজন পলিশের নির্দেশ না মেনে অস্ত্র নিয়ে রাস্তায় মিছিল বের করেছিল। রাস্তায় তলোয়ারবাজি করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ছুটে ঘটনাস্থলে পৌঁছে যায়। এসপি নীলেশ কুমার, এসডিএম জনার্দন প্রসাদ আগরওয়াল, সিও অরুণ কুমার সিংহ, থানার প্রধান দীপক কুমার হাসপাতালে পৌঁছে তারা তদন্ত করেন। এরপর লাশটি পোস্টমার্টমের জন্য প্রেরণ করেন।

সম্পর্কিত খবর